রাজ্য লিড নিউজ

Mamata Banerjee: ফের চারদিনের জেলা সফরে মুখ্যমন্ত্রী

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার চারদিনের সফরে পূর্ব মেদিনীপুরে যাচ্ছেন মমতা৷ সোমবারই খেজুরি ১ নম্বর ব্লকের ঠাকুরনগর শ্রীকৃষ্ণ মেলা প্রাঙ্গণে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দেবেন তিনি৷ চার দিনের পূর্ব মেদিনীপুর সফরের সূচিতে এখনও পর্যন্ত নন্দীগ্রাম নেই। নন্দীগ্রাম থেকে পাঁচ কিলোমিটার দূরে খেজুরিতে তিনি প্রশাসনিক সভা করবেন। এ নিয়ে গুঞ্জন উঠেছে তৃণমূলে, রাজনৈতিক মহলেও৷

প্রশাসন সূত্রে খবর, সোমবার সরকারি অনুষ্ঠান থেকে ৪৬৫ কোটি টাকার পরিষেবা প্রদান করবেন মুখ্যমন্ত্রী৷ জেলার ২ লাখ ৯৮ হাজার মানুষ এদিন বিভিন্ন প্রকল্পের সুবিধা পাবেন৷ রাজনৈতিক মহলের মতে, খেজুরিতে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান খুবই তাৎপর্যপূর্ণ।

খেজুরির সভার পর দিঘায় চলে যাবেন মুখ্যমন্ত্রী। ৪ এপ্রিল, মঙ্গলবার দিঘার হেলিপ্যাড ময়দানে মুখ্যমন্ত্রীর রাজনৈতিক কর্মীসভা রয়েছে৷ ৫ এপ্রিল অর্থাৎ বুধবার দিঘায় নির্মীয়মান জগন্নাথ মন্দিরের কাজকর্ম খতিয়ে দেখতে যাওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। এরপর এদিন প্রশাসনিক স্তরের আধিকারিকদের নিয়ে বৈঠকও করতে পারেন। জেলার বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হতে পারে। এরপর ৬ এপ্রিল অর্থাৎ বৃহস্পতিবার কপ্টারে করে কলকাতায় ফিরবেন মুখ্যমন্ত্রী। রাজনৈতিক মহলের একাংশের মতে, ৫ তারিখ জনসংযোগের উপর বাড়তি জোর দিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথাও বলতে পারেন মমতা

প্রসঙ্গত, মাসখানেক আগে হলদিয়া ও কাঁথিতে সভা করেছেন অভিষেক বন্দোপাধ্যায়। এমনকি দলের মুখপাত্র কুণাল ঘোষকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে এই জেলা নিয়ে। তাতেও বুথ স্তরে সেভাবে সাংগঠনিক শক্তি গড়ে তুলতে পারছে না রাজ্যের শাসক দল।