Chief Minister Mamata Banerjee is going to convene an all-party meeting on Wednesday to discuss the Corona situation. He will discuss the news of sources, proposals of different parties in the state. According to sources, the all-party meeting may be held at Nabanna meeting hall. Two representatives from each of the political parties will be present. Assembly Speaker Biman Banerjee may be present at the meeting. The BJP is also rumored to be here.
রাজ্য

বুধবার মুখ্যমন্ত্রীর সর্বদলীয় বৈঠক

করোনা পরিস্থিতি নিয়ে বুধবার নবান্নে সর্বদলীয় বৈঠক ডাকতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, রাজ্যের বিভিন্ন দলের প্রস্তাব, পরামর্শ নিয়ে আলোচনা করবেন তিনি। এমনকী রাজ্য সরকারের চিন্তাভাবনাও তুলে ধরবেন তিনি। যদিও নবান্নের পক্ষ থেকে এখনও সর্বদলীয় বৈঠক নিয়ে কোনও বিবৃতি জারি করা হয়নি। গত মার্চ মাসে লকডাউন ঘোষণার আগে নবান্নে সর্বদলীয় বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী। সম্প্রতি প্রধানমন্ত্রী সর্বদলীয় বৈঠক ডেকেছিলেন। সেখানে বাংলাকে বলতে দেওয়া হয়নি। তার পাল্টাই এই বৈঠক বলে মনে করা হচ্ছে।
নবান্ন সূত্রে খবর, নবান্ন সভাঘরে আয়োজন করা হতে পারে এই সর্বদলীয় বৈঠকের। উপস্থিত থাকবেন রাজনৈতিক দলগুলির দু’‌জন করে প্রতিনিধি। বৈঠকে উপস্থিত থাকতে পারেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। এখানে বিজেপি’‌রও থাকার কথা বলে খবর। রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ১৪ হাজার ছুঁতে চলেছে। নতুন করে আক্রান্ত হয়েছেন ৪১৪ জন। এই জটিল পরিস্থিতিতে আশু করণীয় কাজ নিয়ে আলোচনা হবে।
কেন্দ্রীয় সরকারের তথ্য অনুযায়ী, ১৮ মে’‌র পর দেশের ৯৮টি নতুন জেলায় করোনা সংক্রমণ ছড়িয়েছে। বাংলা–সহ পূর্ব ভারতের ২৫টি জেলা রয়েছে। এই মুহূর্তে দেশে করোনার এপিসেন্টার হল ৩০টি জেলা। মোট আক্রান্তের ৭২% ওই অঞ্চলেরই বাসিন্দা। তার মধ্যে বাংলা, তামিলনাড়ু, দিল্লি এবং মহারাষ্ট্রের ২৩টি জেলা অতিরিক্ত চিন্তার কারণ।
মৃতের সংখ্যার নিরিখে দেশে পঞ্চম স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ।