রাজ্য লিড নিউজ

Mamata Banerjee: বাংলা পেল ৭টি নতুন জেলা

বাংলার পেল সাতটি নতুন জেলা। সোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক কাজে সুবিধার জন্য বড় জেলাগুলিকে ভেঙে ছোট করার কথা আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই মতো দিল্লির কাছে IAS, IPS -দের পাঠানোর আবেদনও জানিয়েছিলেন। নিয়ম মেনে তৈরি হতে চলেছে ছোট সাতটি জেলা। এদিন ৭ নতুন জেলার নাম ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী। রাজ্যের নতুন ৭ জেলা হল– বহরমপুর, কান্দি, সুন্দরবন, বসিরহাট, ইছামতী, রানাঘাট ও বিষ্ণুপুর। এর মধ্যে সুন্দরবন, বসিরহাট, রানাঘাটকে আলাদা পুলিশ জেলা হিসেবে ঘোষণা করে সেখানে কাজকর্ম শুরু হয়েছিল। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এই দুই জেলাকে ছোট ভাগে ভাগ করা হয়েছে।

এদিন মুখ্যমন্ত্রী জানান, সোমবার রাজ্য মন্ত্রিসভায় রদবদল নিয়ে কোন সিদ্ধান্ত হয়নি এই সিদ্ধান্ত চূড়ান্ত হবে বুধবার। বুধবার বিকেল ৪টে নাগাদ রদবদল হবে। মুখ্যমন্ত্রীর সাফ জানিয়ে দেন, মন্ত্রিসভায় ছোট কিছু বদল হবে। ৫, ৬ জন নতুন আসতে পারে। তিন, চার জনকে মন্ত্রিত্ব থেকে সরিয়ে সংগঠনের কাজে লাগানো হতে পারে।

প্রসঙ্গত, বর্তমানে চারটি দপ্তর সামলাচ্ছেন মুখ্যমন্ত্রী নিজে। এবার এই তিন শূন্যপদে নতুন মুখ আনার ইঙ্গিত দিলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। তবে কি পার্থ ভৌমিক, তাপস রায়, বাবুল সুপ্রিয় মন্ত্রীসভার নতুন মুখ হতে চলেছে? উত্তর মিলবে বুধবার।