দেশ ব্রেকিং নিউজ

বিস্ফোরক অভিযোগ মমতার

বৃহস্পতিবার পুরুলিয়ায় যখন মমতাকে নিশানা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তখন প্রথমে গড়বেতা, কেশিয়ারি এবং কলাইকুন্ডা থেকে পালটা আক্রমণ শানালেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর পায়ের চোট নিয়ে যে বিজেপি নাটক তত্ত্ব খাঁড়া করেছে, তাঁদের এদিন জবাব দিয়েছেন মমতাই। বলেছেন, ‘‌আমার পায়ে এখনও অসহ্য যন্ত্রণা। কিন্তু বাংলা লুঠ করতে দেব না। আমি আমার মা–বোনেদের পায়ের শক্তি দিয়েই ওদের রুখে দেব।’‌ এরপরই তিনি বিস্ফোরক তথ্য তুলে ধরেন। যা ঘিরে রাজ্য–রাজনীতি তোলপাড় হয়ে য়ায়।
ঠিক কী বলেছেন নেত্রী?‌ তিনি বলেন, ‘‌আমার পা উড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। গুঁড়িয়ে দেওয়ার চেষ্টা হয়েছে। প্রথমে ভেবেছিলাম আর বেরতে পারব না। পরে ভাবলাম আমি না বেরলে বাংলা দখল করে নেবে বিজেপি। তাই পায়ে ব্যথা নিয়েই মা–বোনেদের কাছে এসেছি।’‌ নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী মমতার আঘাত লাগা নিয়ে অবশ্য এদিনই মুখ খুলেছেন প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার পুরুলিয়ার সভামঞ্চ থেকে মোদী বলেছেন, ‘‌দিদির আঘাত আমাকে চিন্তিত করেছিল।’‌
কলাইকুন্ডার সভা থেকেতিনি বলেন, ‘‌আমার আঘাত এর আগেও লেগেছে। আমার মাথায় ৪৬টা সেলাই পড়েছে। চোখে অপারেশন হয়েছে কারণ আমাকে গুলি করার চেষ্টা করা হয়েছিল। কোমরে লাঠির বাড়ি মেরেছিল এখনও বেল্ট পড়তে হয়। হাত ভেঙে দিয়েছিল। এবার পায়ে আঘাত করল। এখন সেটাও গুড়িয়ে দেওয়ার চেষ্টা করল। উড়িয়ে দিতে চেয়েছিল।’‌