এবার নিশানা করলেন মতুয়াদের রাজনীতি নিয়ে। গাইঘাটার নির্বাচনী জনসভা থেকে ঠাকুরবাড়ির পরিবারতন্ত্র্রের বিরুদ্ধে সরব হলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আশ্বাস দিলেন, কোনও বিশেষ পরিবার নয়, সবসময় সমস্ত মতুয়াদের জন্যই কাজ করবেন। করোনা পরিস্থিতির জন্য দোষারোপ করলেন প্রধানমন্ত্রীকে।
আগামী ২২ এপ্রিল ষষ্ঠ দফায় গাইঘাটা আসনে ভোট। মতুয়া অধ্যুষিত ওই আসনে এবার তৃণমূল প্রার্থী নরোত্তম বিশ্বাস। তিনি ঠাকুর পরিবারের সদস্য নন। যিনি এবার নির্বাচনী লড়াইয়ে। রবিবার গাইঘাটার নির্বাচনী জনসভা থেকে এই বিষয়ে মুখ খুললেন মমতা। তিনি বলেন, ‘শুধু ঠাকুর পরিবারের কেউ মন্ত্রী হবেন, কেউ সাংসদ, কেউ আবার বিধায়ক, পঞ্চায়েত প্রধান হবেন, এমনটা হতে পারে না। হওয়া উচিতও নয়। মমতাবালা আমাদের সঙ্গেই রয়েছে। তা সত্ত্বেও এবার প্রার্থী করা হয়েছে নরোত্তমকে।’
এদিন তৃণমূল সুপ্রিমোর কথায়, বড়মা আমাকে বেশ কয়েকটি চিঠি লিখেছিলেন। তাঁর অবর্তমানে মতুয়াদের দেখে রাখার কথা বলেছিলেন। আমি রাখব। মতুয়ারা প্রত্যেকে নাগরিক। বিজেপি মিথ্যে নাগরিকত্বের প্রতিশ্রুতি দিচ্ছে। নির্বাচনের পর পালিয়ে যাবে। প্রত্যেকদিন দেশে লক্ষ লক্ষ মানুষ করোনা আক্রান্ত হচ্ছেন। দেশের মানুষের কথা না ভেবে ওঁরা বাংলা দখল করতে ব্যস্ত।