এখন তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদানের হিড়িক লেগেছে। ভোটের আগে দলবদল নিয়ে কার্যত দিশেহারা ঘাসফুল শিবির। এই আবহে আলিপুরদুয়ারের প্যারেড গ্রাউন্ডের কর্মিসভা থেকে ‘বেসুরো’ নেতা-মন্ত্রীদের কড়া বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকী দলীয় নেতা–কর্মীদেরও শৃঙ্খলাবদ্ধ হওয়ার নির্দেশও দেন তিনি। এখান থেকে দাঁড়িয়েই তিনি বলেন, ‘আমাদের সোনার বাংলা চাই না। রোটি–কাপড়া–মাকান চাই। তৃণমূল লড়ছে, লড়ে যাবে। কিন্তু বিজেপিকে আসতে দেবে না। কেউ কেউ ভয়ে পালিয়ে গেছে। যখন লেজে আগুন দিয়ে দেবে তখন বুঝবে। লঙ্কাকাণ্ড হবে। তৃণমূল উন্নয়ন চায় বিজেপি বিসর্জন।’
কর্মিসভা থেকে এবার দলীয় নেতা–মন্ত্রীদের সাবধানবাণী মমতার। ভোটে টিকিট পেতে গেলে টাকার পরিবর্তে কাজই যে একমাত্র গুরুত্ব পাবে তা এদিন স্পষ্ট করেন তিনি। তিনি বলেন, ‘যারা লোভী, ভোগী তাঁদের জন্য রাস্তা খোলা, চলে যান। তৃণমূলের টিকিট বিক্রি হয় না। তৃণমূলে শৃঙ্খলাবদ্ধ হয়ে থাকতে হবে।’
এদিন তিনি জনগণের উদ্দেশ্যে জানান, সারা ভারতে বেকারত্ব বেড়েছে, বাংলাতেই একমাত্র কমেছে। কেন্দ্রের বাজেট কৃষক এবং সাধারণ মানুষ বিরোধী। যারা ভ্রষ্টাচারী তাঁদের চাটার্ড প্লেনে নিয়ে যাচ্ছে। আর শ্রমিকদের রাস্তার পর রাস্তা পায়ে হাঁটছে। এই মন্তব্য যে নাম না করে রাজীব, প্রবীর, বৈশালীদের উদ্দেশ্যে তা বুঝতে অসুবিধা হয়নি রাজনৈতিক বিশেষজ্ঞদের। জনগণ বিজেপিকে বিদায় দিন, এরা দেশ বেচে দেবে। জনজাতি, বাচ্চা, ধর্ম বেচে দেবে। জাতপাতে ঝগড়া লাগাবে। বিজেপির জায়গা নেই বলে সোচ্চার হন তৃণমূলনেত্রী।