দেশ লিড নিউজ

সিবিআইয়ের আগে অভিষেকের বাড়িতে মমতা

মঙ্গলবার সকালে পূর্বনির্ধারিত সময়েই তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছলো সিবিআইয়ের বিষেশ প্রতিনিধি দল। এদিন সিবিআই আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করছেন অভিষেকের স্ত্রী রুজিরাকে। ঠিক তার আগে সকাল ১১.২৩ নাগাদ হঠাৎই অভিষেক–রুজিরার বাড়িতে পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রুজিরা–সিবিআই সাক্ষাতের আগেই এই ঘটনাকে নাটকীয় মোড় হিসাবে দেখছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। কারণ সেখানে ১০ মিনিট থেকে রুজিরা–অভিষেকের মেয়েকে নিয়ে বেরিয়ে গেলেন তিনি। সিবিআই পৌঁছনোর আগেই অভিষেক–রুজিরার বাড়িতে পৌঁছয় মুখ্যমন্ত্রীর কনভয়। যা নিয়ে চর্চা তুঙ্গে।
মুখ্যমন্ত্রী ওই বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার কয়েক মিনিটের মাথায় পৌঁছন সিবিআই আধিকারিকেরা। এদিন সকাল ১১.৩৬ মিনিটে সিবিআইয়ের বিশেষ প্রতিনিধি দল অভিষেকের বাড়িতে পৌঁছয়। সিবিআইয়ের বিশেষ প্রতিনিধি দলে রয়েছেন অ্যাডিশনাল এসপি পদমর্যাদার তদন্তকারী অফিসার উমেশ কুমার, ডিএসপি পদমর্যাদার দুই মহিলা আধিকারিক এবং আইনজীবী–সহ ৯ জন।
এদিন নবান্ন যাওয়ার পথে হঠাৎই হাজির হলেন মুখ্যমন্ত্রী। প্রথমে মনে করা হচ্ছিল রুজিরাকে জেরার সময় সেখানেই উপস্থিত থাকবেন তিনি। তবে ১০ মিনিট থেকেই অভিষেক–রুজিরার মেয়েকে নিয়ে বেরিয়ে যান। সূত্রের খবর, অভিষেক–পত্নী রুজিরা বন্দ্যোপাধ্যায়ের কাছে মূলত তাঁর ব্যাঙ্ককের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য জানতে চাইবে সিবিআই। ব্যাঙ্ক অ্যাকাউন্টের লেনদেন সংক্রান্ত কপি দেখিয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে।
উল্লেখ্য, রবিবার কয়লা–পাচার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য রুজিরা এবং তাঁর বোনকে নোটিশ ধরায় সিবিআই। ফৌজদারি আইনের ১৬০ ধারায় তাঁদরে নোটিস পাঠানো হয়েছে। রুজিরার বোন মেনকা গম্ভীরকে সোমবার জিজ্ঞাসাবাদ করে সিবিআই। এরপর আজ চলছে রুজিরাকে জিজ্ঞাসাবাদ। সিবিআই সূত্রে খবর, রুজিরা তদন্তে সবরকমভাবে সহযোগিতা করছেন সিবিআইকে।