এবার সেপ্টেম্বরের ৭ ও ১১, ১২ তারিখ রাজ্য হচ্ছে পূর্ণাঙ্গ লকডাউন। বুধবার নবান্ন থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়ে দিয়েছেন, ২০ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যে বন্ধ থাকবে স্কুল–কলেজ। তারপর খোলা হবে কিনা, তখন সিদ্ধান্ত নেওয়া হবে। করোনা সংক্রমণের চেন ব্রেক করতে লকডাউনের রাস্তাতেই হাঁটছে রাজ্য সরকার। এদিন নবান্নে সংবাদমাধ্যমের সামনে এসে মুখ্যমন্ত্রী জানান, পশ্চিমবঙ্গে শেষ কয়েকদিন করোনা সংক্রমণের পরিমাণ কমলেও এখনও রোজ প্রায় তিন হাজারের কাছাকাছি মানুষ আক্রান্ত হচ্ছেন। তার ভিত্তিতেই পরিস্থিতি আরও উন্নত করতে লকডাউনের দিন আরও কিছুটা বাড়িয়ে দিতে চাইছে রাজ্য সরকার।
বৃহস্পতিবারও লকডাউন আছে রাজ্যে। গত কয়েক দিনের প্রবণতা বলছে যে রাজ্যে দৈনিক কোভিড সংক্রমণের হার আগের থেকে কমেছে। সেটা লকডাউনেরই ফল কি না, সে ব্যাপারে এখনও কিছু বলেননি বিশেষজ্ঞরা। বাংলার মুখ্যমন্ত্রীর কথায়, এখনও পুরো লকডাউন তোলা যাবে না। তাই নিয়ম মেনে সব পরিকল্পনা করতে হচ্ছে আমাদের। রাজ্যের কন্টেনমেন্ট জোনে সামগ্রিক ভাবে লকডাউন চলবে ২০ সেপ্টেম্বর পর্যন্ত। তবে কনটেনমেন্ট জোনের তালিকা সব সময়ে বদলে যাচ্ছে। ফলে বেশিরভাগ কনটেনমেন্ট জোনকেই এক সপ্তাহের বেশি লকডাউনে থাকতে হচ্ছে না। বর্তমানে রাজ্যে ২৫৪৭টি কনটেনমেন্ট জোন রয়েছে। কলকাতায় ১১টি।
সেপ্টেম্বর মাস থেকে মেট্রো ও লোকাল ট্রেন চলাচলের যে সম্ভাবনা তৈরি হয়েছে তাকে স্বাগত জানিয়েছেন মুখ্যমন্ত্রী বলেন, নিয়ম মেনে, দূরত্ববিধি বজায় রেখে যদি মেট্রো চালানো যায়, তাহলে চলুক। তবে লোকাল ট্রেনের সংখ্যা এক চতুর্থাংশ হতে হবে। ৬টি হটস্পট শহর থেকে সপ্তাহে তিনদিন এই রাজ্যে বিমান চলাচলও করতে পারে বলে জানান তিনি।
