রাজ্য লিড নিউজ

এবার রাজ্যে পালিত হবে “খেলা হবে” দিবস

এই একটি স্লোগান বাংলার রাজনীতিতে ঝড় তুলেছিল। সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে শাসকদল তৃণমূলের ‘খেলা হবে’ স্লোগানে তোলপাড় হয়েছিল কাকদ্বীপ থেকে কলিংপঙ। এবার এই স্লোগানকেই স্বীকৃতি দিতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ঘোষণা করেছেন রাজ্যজুড়ে পালিত হবে ‘খেলা হবে দিবস’।

একুশের বিধানসভা ভোটের প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় প্রতিটি জনসভায় ‘খেলা হবে’ স্লোগান তুলে ফুটবল ছুড়ে দিয়েছেন। আর তাঁর অনুগামী ও সমর্থকদের মধ্যে এই স্লোগান তুমুল জনপ্রিয় হয়েছিল। বিশেষজ্ঞদের মতে এই স্লোগানের জেরেই বিজেপিকে মাত দিয়ে তৃতীয়বারের জন্য বাংলার মসনদ দখল করতে পেরেছে তৃণমূল কংগ্রেস। ফলে তাঁর দলের এই স্লোগানকে এবার স্বীকৃতি দিতে চান তৃণমল নেত্রী। মঙ্গলবার মমতা ঘোষণা করলেন, এ বার খেলা হবে দিবস পালিত হবে গোটা রাজ্যে। তিনি জানিয়েছেন, আমাদের স্লোগান ছিল ‘খেলা হবে’। তাই এবার থেকে ‘খেলা হবে’ দিবস পালিত হবে। গ্রামে গ্রামে এই খেলা হবে। তবে কবে এই দিনটি পালিত হবে, সেটা পরে জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।