গত ২৩ জানুয়ারির রেশ এখনও রাজ্য–রাজনীতিতে টাটকা। যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রীকে অপমান করা হয়েছিল বলে অভিযোগ উঠেছিল। এবার ফের এক মঞ্চে আসতে চলেছেন নরেন্দ্র মোদী এবং মমতা বন্দ্যোপাধ্যায়। ৭ ফেব্রুয়ারি হলদিয়ায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানেই আমন্ত্রিত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমন্ত্রণ জানানো হয়েছে রাজ্যপাল জগদীপ ধনকারকেও। ২৩ জানুয়ারি ভিক্টোরিয়া মেমোরিয়ালের অনুষ্ঠানের পর এবার হলদিয়ায় ফের এক ফ্রেমে দেখা যেতে পারে মোদী–মমতাকে বলে মনে করা হচ্ছে।
রবিবার কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানান, উজ্জ্বলা যোজনার আওতায় যাতে নিরবিচ্ছিন্ন পরিষেবা প্রদান করা সম্ভব হয় তার জন্য ১১০০ কোটি টাকা খরচ করে এলপিজি টার্মিনাল বানানো হয়েছে হলদিয়ায়। সেটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এছাড়াও হলদিয়া পেট্রোকেমিক্যালে ১০০০ কোটি টাকার বেশি ব্যয়ে গড়ে উঠেছে কারখানা। তার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। এমনকী মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্টের আওতায় একটি রাস্তার প্রকল্প বাস্তবায়িত হবে।
এই অনুষ্ঠানের প্রস্তুতি খতিয়ে দেখতে হলদিয়ায় গিয়েছিলেন বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়। সেখানে তিনি জানান, ৭ ফেব্রুয়ারি এই অনুষ্ঠানে রাজ্যপাল জগদীপ ধনকার ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হয়। একইসঙ্গে অনুষ্ঠানের আমন্ত্রণ পেয়েছেন তমলুকের তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারীও।
উল্লেখ্য, নেতাজি জন্মজয়ন্তীর দিন কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়ালের সরকরি অনুষ্ঠানে মুখোমুখি হয়েছিলেন মোদী–মমতা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে ওঠার সঙ্গে সঙ্গে দর্শকদের মধ্যে থেকে দেওয়া হয় ‘জয় শ্রী রাম’ স্লোগান। প্রতিবাদে ভাষণ রাখেননি মুখ্যমন্ত্রী। যদিও তা নিয়ে কোনও মন্তব্য করেননি নরেন্দ্র মোদী। এবার দেখা যাক ঠিক কী ঘটে।