রাজ্য

রাজ্যে মোদী, পদযাত্রায় মমতা

নেতাজি সুভাষচন্দ্র বসু’‌র জন্মজয়ন্তীর প্রাক্কালে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হল কলকাতাকে। কারণ একদিকে যেমন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর অন্যদিকে রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রা। সুতরাং হেভিওয়াটদের উপস্থিতিতে ২৩ জানু্য়ারি কর্মচঞ্চল হয়ে পড়বে কল্লোলিনী বলে মনে করা হচ্ছে। এদিন নেতাজি জয়ন্তী উপলক্ষ্যে কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। রেড রোড রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রা। সবমিলিয়ে টানটান উত্তেজনা বঙ্গে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শ্যামবাজার থেকে রেড রোড পর্যন্ত পদযাত্রা করবেন। আঁটোসাটো নিরাপত্তায় মুড়ে ফেলা হচ্ছে গোটা শহর। ইতিমধ্যেই শহরে এসে পৌঁছেছে প্রধানমন্ত্রীর নিজস্ব সিকিউরিটি টিম। কলকাতা পুলিশের সহযোগিতায় কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলার প্রস্তুতি চলছে। ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় থাকছে বলে খবর। মুখ্যমন্ত্রীর এই পদযাত্রায় থাকছে বিশাল পুলিশবাহিনী।
পরাক্রম দিবস নামে আমরা খুশি নই। দেশনায়ক দিবস বা দেশপ্রেম দিবস নামকরণ হলেই ভাল হতো। নেতাজির জন্মদিনকে কেন্দ্রের পরাক্রম দিবস ঘোষণায় এই প্রতিক্রিয়া জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি পুরুলিয়ার সভা থেকে বলেছিলেন, ‘‌যে যেভাবে ইচ্ছে পালন করুক। আমরা এদিন ১২টার সময় শ্যামবাজারে নেতাজি মূর্তির সামনে জমায়েত করব। সেখান থেকে পদযাত্রা হবে।’‌
কলকাতা পুলিশ সূত্রে খবর, প্রায় দু’‌হাজারের বেশি পুলিশ মোতায়েন করা হবে। নজরদারি চালাতে ব্যবহার করা হবে ড্রোন। শহরে থাকছে নাকা চেকিং। যে জায়গায় প্রধানমন্ত্রী যাবেন তার পাশে রাখা থাকবে স্যান্ডবাঙ্কার। থাকবে কুইক রেসপন্স টিমও। এছাড়া বিশাল পুলিশবাহিনী ঘিরে রাখবে ভিক্টোরিয়া মেমোরিয়াল চত্ত্বরকে। এবার বাংলায় আসছেন খোদ নরেন্দ্র মোদী। বাঙালির আবেগের সঙ্গে জড়িয়ে নেতাজি। আর বাংলা দখলের লড়াইয়ে তাই বাঙালির নেতাজি আবেগকেও কাজে লাগাতে চায় কেন্দ্র।