রাজ্য

‘‌টাকা বিলি করছে বাহিনী’‌

রোজই তেতে উঠছে নন্দীগ্রাম। একের পর এক বিস্ফোরক অভিযোগ তুলছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আর তাতে ক্রমশ কাত হয়ে পড়ছে বিজেপি। দ্বিতীয় দফার নির্বাচন ১ এপ্রিল। বাধ্য হয়ে এবার প্রচারে নামতে হল অমিত শাহ এবং মিঠুন চক্রবর্তীকে। এবার নতুন অভিযোগ, কেন্দ্রীয় বাহিনীর গাড়ি থেকে টাকা বিলি করা হচ্ছে। বিজেপির হয়ে টাকা বিলি করছে কেন্দ্রীয় বাহিনী। মন্ত্রীরা হোটেলে হোটেলে বসে টাকা বিলি করছেন। গোটা দেশ থেকে বাংলায় টাকা বিলি করা হচ্ছে। এমনকী বিলি করা হচ্ছে পিএম কেয়ার ফান্ডের টাকাও। নজরকাড়া কেন্দ্র নন্দীগ্রামে শেষ দফার প্রচারে বিস্ফোরক তথ্য পেশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
শেষ দফার হেভিওয়েট প্রচারে আজ সম্মুখসমরে মমতা–শাহ। সকালে ভাঙাবেড়া শহিদ বেদীতে মাল্যদান করে দিনের কর্মসূচির সূচনা করেন তৃণমূল নেত্রী। হুইলচেয়ারে করেই রোড–শো করে পৌঁছন সোনাচূড়ায়। আর সেখানেই উপস্থিত জনতার উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে বিজেপিকে নিশানা করে কড়া আক্রমণ করে তিনি তোপ দাগেন, ‘‌টাকা বিলি করছে বিজেপি। গোটা দেশ থেকে বাংলায় টাকা বিলি করা হচ্ছে। পুলিশের গাড়ি থেকে টাকা বিলি করা হচ্ছে। কেন্দ্রীয় বাহিনীর গাড়ি থেকে টাকা বিলি করা হচ্ছে। বিজেপির হয়ে এই টাকা বিলি করছে আধাসেনা। মন্ত্রীরাও হোটেলে বসে টাকা বিলি করছেন। যার মধ্যে রয়েছে পিএম কেয়ার ফান্ডের টাকাও।’‌
ইতিমধ্যেই নন্দীগ্রামে প্রচণ্ড গরম। তার মধ্যে তেতে উঠেছে হেভিওয়েটদের উপস্থিতি। কনভয়ের দৌরাত্ম্যে সরগরম নন্দীগ্রাম। তার মধ্যেই তৃণমূলনেত্রীর অভিযোগ, নির্বাচন কমিশনকে একাধিকবার বলা সত্ত্বেও কোনও ব্যবস্থা নেয়নি। তাই টাকা দিলে টাকা নিয়ে নেবেন। তারপর মাথা ঠান্ডা করে ভালো করে ভোট দিতে হবে তৃণমূল কংগ্রেসকে। কোনও অশান্তি, দাঙ্গায় না গিয়ে ভোট দিন। ৪৮ ঘণ্টা মাথা ঠান্ডা রাখুন। কেউ ভয় দেখালে ভয় পাবেন না। ভাল করে ভোটটা দিন। বিজেপিকে একেবারে বোল্ড আউট করে দিন।