দেশ ব্রেকিং নিউজ

‘‌বিজেপির ওই মহিলা কে?‌’‌

শীতলকুচি কাণ্ডকে ফের বিজপির চক্রান্ত বলে সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার রানাঘাটে নির্বাচনী সভা থেকে এই ঘটনা নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন তিনি। তৃণমূল সুপ্রিমো বলেন, ‘‌প্ল্যান করে একজন মহিলাকে পাঠিয়েছিল বিজেপি। তারপর গুলি করে ঝাঁঝরা করে দেয় চারজনকে। আর এই সবটাই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের চক্রান্ত।’‌
এরপরই বিস্ফোরক অভিযোগ করে বলেন, ‘‌যে দলের সভাপতি বলছে, গুলি করে মারো, কেউ বলছে ৪ জন কেন, ৮ জনকে মারা উচিত ছিল। সেই দলকে এখনই ব্যান করা উচিত। আমি এখনও বিশ্বাস করি, গোটাটাই অমিত শাহের প্ল্যান। আর পুরো বিষয়টাই জানতেন প্রধানমন্ত্রী।’‌ এরপরই এক মহিলার প্রসঙ্গ এনে তিনি অভিযোগ করেন, ‘‌প্ল্যান করে ওখানে একজন মহিলাকে পাঠিয়েছিল বিজেপি। তারপরই গুলি করে ঝাঁঝরা করে দেওয়া হয় চারজনকে। আর পুরো বিষয়টাই অমিত শাহের প্ল্যান।’‌ এদিন একটি তালিকা তুলে ধরেও তৃণমূল নেত্রী দাবি করেন, ‘‌কারা গুলি চালিয়েছে, সব নাম পেয়ে গিয়েছি। সব আছে আমার কাছে। ২ তারিখের পর সব ব্যবস্থা নেব। আমাকে থামানো যাবে না।’‌
শুধু তাই নয়, শীতলকুচি কাণ্ডের গোটা প্ল্যান প্রধানমন্ত্রী জানতেন বলেও এদিন মন্তব্য করেন মমতা। সাধারণ মানুষের উদ্দেশ্যে এদিন মমতার বার্তা, ওদের স্লোগান হরে কৃষ্ণ হরি হরি, গুলি করে মানুষ মারি। তাই বলছি এই বিজেপিকে একটা ভোটও নয়। একজন ১৮ বছরের রাজবংশী ভাইয়ের মৃত্যু হয়েছে। আমি অবশ্যই সমবেদনা জানাচ্ছি। কিন্তু, বিজেপি নিজের কর্মীকে নিজেরাই খুন করেছে। আর সেই অজুহাত দিয়ে হিন্দু-মুসলিম বিভাজন করার চেষ্টা করছে। মমতা বিজেপিকে নিশানা করে বলেন, ‘‌এরা কী করবে জানেন, প্রথমে গেরুয়া পরবে, তারপর কপালে তিলক কাটবে, তার পানবাহার চিবোতে চিবোতে হরি হরি করবে। ওরা গেরুয়া পরার যোগ্যই নয়।’‌