দেশ লিড নিউজ

কর ছাড়ের দাবিতে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

রবিবার ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়ে কোভিড মহামারি মোকাবিলার জন্য প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম আমদানিতে কর ছাড়ের দাবি করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কয়েকদিন আগেই রাজ্যে অক্সিজেনের সরবরাহ বাড়ানোর দাবিতে চিঠি লিখেছিলেন। এবার চিঠি লিখলেন করোনা চিকিৎসায় ব্যবহৃত ওষুধ, অক্সিজেন সিলিন্ডার থেকে শুরু করে অন্যান্য সরঞ্জামকে জিএসটি মুক্ত করার দাবিতে।
প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে পশ্চিমবঙ্গ–সহ সারা দেশের কোভিড–রোগীদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়ন এবং ওষুধ–অক্সিজেন সরবরাহ বাড়ানোর আর্জি জানিয়েছেন মমতা। চিঠিতে প্রধানমন্ত্রীকে লিখেছেন, অক্সিজেন থেকে করোনা বেড, একাধিক সংকট নিয়েই করোনা মোকাবিলায় যথাসাধ্য করছে রাজ্য সরকার। রাজ্যের এমন সময়ে বহু স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ও বহু মানুষ ব্যক্তিগতভাবে অক্সিজেন সিলিন্ডার, অক্সিজেন কনসেনট্রেটার, করোনার ওষুধ দিয়ে সরকারের পাশে দাঁড়াচ্ছে।
অক্সিজেন কনসেনট্রেটর, সিলিন্ডার, ট্যাঙ্ক এবং কোভিডের ওষুধ সরবরাহ করছেন অনেকেই। তিনি কেন্দ্রকে অনুরোধ করেছেন, এই ধরনের সরঞ্জামগুলিকে জিএসটি, আইজিএসটি, সিজিএসটি এবং শুল্ক থেকে অব্যাহতি দেওয়া হলে তাঁরা উৎসাহিত হবেন। এই নিয়ে সিদ্ধান্ত নিতে পারে একমাত্র কেন্দ্র সরকার। তাই ওই আর্জি মেনে করোনার ওষুধ ও অন্যান্য চিকিত্স সরঞ্জামের উপর থেকে জিএসটি মকুব করা হোক।
তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর প্রধানমন্ত্রীকে এই নিয়ে চারটি চিঠি দিলেন মমতা। বুধবার রাজ্যের কোভিড সংকটের বিষয়ে। শুক্রবার অক্সিজেন সরবরাহ সংকট তুলে ধরার জন্য চিঠি লিখেছিলেন। এবার তিনি অক্সিজেন সরবরাহ বাড়ানো থেকে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের উপর কর ছাড়ের দাবি তুললেন তিনি। কেন্দ্রীয় স্বাস্থ্য আধিকারিক ও অন্যান্য আধিকারিকদের চিঠি লিখেছেন রাজ্যের মুখ্যসচিব।