কেন্দ্রকে বেনজির আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেনজির কারণ, এর আগে এই ধরনের বৈঠকে কখনও এতটা আগ্রাসী দেখা যায়নি মুখ্যমন্ত্রীকে। করোনাভাইরাস নিয়ে রাজনীতি করছে কেন্দ্রীয় সরকার। বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সামনে এই ভাষাতেই তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
করোনা পরিস্থিতি এবং লকডাউনে নিয়ে হওয়া বৈঠকে মমতা বলেন, ‘কেন্দ্র করোনা যুদ্ধে তাদের পছন্দের রাজ্যগুলির প্রতি পক্ষপাতিত্ব করছে এবং একটি নির্দিষ্ট স্ক্রিপ্ট মেনে কাজ করছে। কেউ আমাদের পরামর্শ দিতেও বলছে না।’ আর মুখ্যমন্ত্রীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, ‘গোটা লড়াইয়ে বিশ্ব এটা মেনে নিয়েছে যে কোভিড–১৯ মোকাবিলায় আমরা সফলভাবে লড়াই চালিয়েছি। এই লড়াইয়ে রাজ্য সরকারগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এই বিপদ ঠেকাতে যথাযথ দায়িত্ব পালন করতে হবে।’
উল্লেখ্য, এপ্রিলের মাঝামাঝি থেকেই কেন্দ্রের সঙ্গে রাজ্যের তিক্ততা ক্রমশ বেড়েছে। এটা শুরু হয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রকের একটি চিঠিকে ঘিরে। কলকাতায় অনেক জায়গায় লকডাউন সঠিকভাবে পালন করা হচ্ছে না বলে অভিযোগ করে কেন্দ্র। রাজ্যের করোনা পরিস্থিতি খতিয়ে দেওয়ার জন্য কেন্দ্রীয় পর্যবেক্ষক দল আসে। প্রায় দু’সপ্তাহ রাজ্যে থাকার পর একাধিক বিষয় নিয়ে রাজ্যের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করেন তাঁরা। কেন্দ্রীয় পর্যবেক্ষক দলের এভাবে রাজ্যে আসা মেনে নিতে পারেননি মুখ্যমন্ত্রী। চিঠি দিয়েছিলেন নরেন্দ্র মোদী–অমিত শাহকে।