ব্রেকিং নিউজ রাজ্য

লক্ষ্মীর সিদ্ধান্তকে স্বাগত মমতার

মন্ত্রিত্ব–সহ তৃণমূলের সবরকমের পদ থেকে সরে দাঁড়ালেন রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী লক্ষ্মীরতন শুক্লা। মঙ্গলবার মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে নিজের ইস্তফা দেওয়ার কথা জানানোর কয়েক ঘণ্টার মধ্যেই লক্ষ্মীর সিদ্ধান্তকে ‘স্বাগত’ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর খেলায় আরও সময় দিতে চান। তাই ইস্তফা দিয়েছেন লক্ষ্মীরতন শুক্লা বলে সাংবাদিক বৈঠকে দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বাংলার মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘কোনও ভুল বোঝাবুঝির প্রশ্ন নেই। লক্ষ্মী খুব ভালো ছেলে। খেলাধুলোয় আরও বেশি করে সময় দিতে চায় বলে জানিয়েছে। তাই দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছে। মন্ত্রিত্ব থেকে পদত্যাগের কথা লেখেননি। লিখেছে, খেলায় সময় দেওয়ার জন্যে আমি সমস্ত পদ থেকে সরে যেতে চাই। তবে বিধানসভার সদস্যপদে থাকতে চাই। রাজ্যপালের কাছে পদত্যাগপত্র পাঠানো হয়েছে।’‌
বিনা মেঘে ব্রজপাতের মতো এদিন হঠাৎ মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিয়েছেন লক্ষ্মীরতন শুক্লা। রাজ্যের ক্রীড়া ও যুবকল্যাণ দপ্তরের প্রতিমন্ত্রী ছিলেন তিনি। একইসঙ্গে হাওড়া তৃণমূল জেলা সভাপতির পদ থেকেও তিনি অব্যাহতি চেয়েছেন বলে খবর। যেমনভাবে তিনি কাজ করতে চেয়েছিলেন, তেমনভাবে তিনি কাজ করতে পারেননি। ইস্তফা দিয়ে ঘনিষ্ঠমহলে এভাবেই লক্ষ্মীরতন শুক্লা ক্ষোভ উগরে দিয়েছেন বলে সূত্রের খবর।
মুখ্যমন্ত্রী এদিন জানান, সে এটা করতেই পারে, তাতে কী যায় আসে। আমি চাই সে ভালো করে খেলাধুলো করুক। খেলার জগতে ফিরতে চায়, এটা তো ভালো সিদ্ধান্তই নিয়েছে। তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের খোঁচা, যত তাড়াতাড়ি মুখোশ খোলে ততই ভাল। রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায় লক্ষ্মীরতন শুক্লার পদত্যাগ নিয়ে বলেন, ভোটের আগে দলের সেনাপতির দায়িত্বে থাকা কেউ যদি চলে যায়, তাহলে সেটা যুদ্ধক্ষেত্র থেকে সরে যাওয়ার মতই ঘটনা। নির্বাচনের আগে একাজটা ঠিক হয়নি। তবে কেউ চলে গেলেও কিছু যায় আসে না।
বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ লক্ষ্মীরতন শুক্লার পদত্যাগের বিষয়ে মন্তব্য করেন, তৃণমূলে কেউ আদর্শ নিয়ে কাজ করতে পারেন না। দলে ভাঙন শুরু হয়েছে। দলের প্রতিষ্ঠা দিবসেও দল ভাঙছে। আমাদের লোকজনকে মারতে গিয়ে নিজেদের লোককে হারাচ্ছে। উল্লেখ্য, বাংলার রঞ্জি দলের প্রাক্তন অধিনায়ক লক্ষ্মীরতন বিধায়ক নির্বাচিত হন হাওড়া (উত্তর) থেকে গত ২০১৬ সালের ভোটে। পরে তাঁকে রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়।