জেলা ব্রেকিং নিউজ

মেদিনীপুরে প্রশাসনিক সভায় মমতা

পাখির চোখ পঞ্চায়েত ভোট। প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজ্যের সব কটি রাজনৈতিক শিবির। ভোটের ময়দানে নিজেদের জায়গা শক্ত পোক্ত করতে কোমর বেঁধে মাঠে নেমে পড়েছে শাসকদলও। পঞ্চায়েত ভোট কে পাখির চোখ করে জেলা সফর শুরু করে দিলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বৃহস্পতিবার মেদিনীপুরের প্রশাসনিক সভায় একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস করেন তিনি । এদিন মুখ্যমন্ত্রীর বক্তব্যে উঠে বুধবারের বাজেট প্রসঙ্গ। তিনি মহিলাদের উদ্দেশ্যে বলেন, “আপনাদের ভবিষ্যৎ নিশ্চিত। সারা জীবন অন্তত হাতখরচটা পাবেন। খাওয়ার কথা ভাবতে হবে না। আপনাদের জন্য ফ্রি রেশন আছে, ছেলেমেয়েদের পড়াশোনার জন্য আমাদের একাধিক প্রকল্প আছে। বিনামূল্যে চিকিৎসার জন্য স্বাস্থ্যসাথী আছে। সুতরাং, আর ভাবনা নেই। মা, বোনেরা, আপনারা সরকারি সাহায্যটা আজীবন পাবেন।”

এদিন ফের আর্থিক বঞ্চনার অভিযোগ তুলে কেন্দ্র সরকারকে তুলোধোনা করেন মুখ্যমন্ত্রী। মেদিনীপুরের অন্যতম গুরুত্বপূর্ণ প্রকল্প ঘাটাল মাস্টার প্ল্যান দীর্ঘদিন ধরে বাস্তবায়িত না হওয়ার কারণ হিসেবে কেন্দ্রকেই দায়ী করেন তিনি। তিনি বলেন, “কেন্দ্র টাকা না দিলে এই প্রকল্প বাস্তবায়িত করা অসম্ভব। রাজ্য থেকে খালি টাকা তুলে নিয়ে যাচ্ছে। রাজ্য সরকার এত নতুন প্রকল্প আনচ্ছে, বাড়তি টাকা কীভাবে আসবে, কেউ ভাবছে না। আমরা আমাদের সীমিত সাধ্য দিয়েই আপনাদের জন্য কাজ করে যাচ্ছি।”