সোমবার রাঙাপানি এবং নীচবাড়ি স্টেশনের মাঝে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। সেই খবর পেয়ে উত্তরবঙ্গে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাসপাতালে গিয়ে দুর্ঘটনায় জখম যাত্রীদের সঙ্গে দেখা করেন। এরপর দুর্ঘটনাস্থল ঘুরে তিনি রাতে পৌঁছে যান কোচবিহারে। লোকসভা নির্বাচন হয়ে যাওয়ার পরও কোন বৈঠক করতে কোচবিহারে এসেছেন মমতা তা নিয়ে সোমবার রাত থেকেই শুরু হয় জল্পনা।
সূত্রের খবর, কোচবিহারে একটি বৈঠকে যোগ দেওয়ার পাশাপাশি মদনমোহন মন্দিরে পুজো দেওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রীর। অনন্ত মহারাজের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক হতে পারে এমনটা শোনা গিয়েছিল। মঙ্গলবার সকালে সেই জল্পনার অবসান ঘটিয়ে অনন্ত মহারাজ নিজেই জানান, মুখ্যমন্ত্রী যাচ্ছেন তাঁর বাড়িতে। তড়িঘড়ি প্রস্তুতিও শুরু হয়।
মঙ্গলবার বেলা ১২টার একটু আগে কোচবিহারের মদনমোদন মন্দিরে পুজো দেন মমতা। সঙ্গে ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস, নবনির্বাচিত তৃণমূল সাংসদ জগদীশ বর্মা বসুনিয়া, কোচবিহারের তৃণমূল নেতা রবীন্দ্রনাথ ঘোষ, উদয়ন গুহ, পার্থপ্রতিম বিশ্বাসরাও। এরপর পুজো সেরে সেখান থেকে তিনি রওনা দেন রাজ্যসভার বিজেপি সাংসদ অনন্ত মহারাজের বাড়ির উদ্দেশ্যে। মুখ্যমন্ত্রীকে সেখানে পৌঁছতেই রাজবংশী উত্তরীয় পরিয়ে তাঁকে স্বাগত জানান অনন্ত মহারাজ।