রাজস্থানী লোকশিল্পীদের নৃত্য ও বাংলার ঢাকের মাধ্যমে ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে স্বাগত জানানো হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। শনিবার ন্যাশনাল লাইব্রেরির কর্মসূচি সেরে বিকেল ৪টে নাগাদ তিনি পৌঁছন ভিক্টোরিয়ায়। তাঁর সঙ্গে ছিলেন রাজ্যপাল জগদীপ ধনকার। আর একুশের ভোটের মুখে নেতাজি জয়ন্তীতে একে অপরের মুখোমুখি হলেন মোদী–মমতা। ভিক্টোরিয়া মেমোরিয়্যাল হলের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী–মুখ্যমন্ত্রী সাক্ষাৎ হল। প্রধানমন্ত্রীকে উত্তরীয় পরিয়ে স্বাগত জানান মুখ্যমন্ত্রী।
ভিক্টোরিয়ায় প্রবেশ করার সময় বিজেপি–র তরফ থেকে তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন বিজেপি–র সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায়, বিজেপি নেতা রাহুল সিনহা, শুভেন্দু অধিকারীরা। সেখানে শুভেন্দু অধিকারীর সঙ্গে বেশ কিছুক্ষণ কথা হয় প্রধানমন্ত্রীর। তৃণমূল থেকে বিজেপি–তে যোগ দেওয়ার পর এই প্রথম প্রকাশ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে শুভেন্দুর দেখা হল। অল্প সময়ে তাঁদের আলাপচারিতা নজর কেড়েছে ভিক্টোরিয়ায় উপস্থিত সকলের।
এদিন দুপুরে শহরে পা রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কলকাতা বিমানবন্দরে নামার পর চপারে করে রেসকোর্সের গ্রাউন্ডে পৌঁছন তিনি। সেখান থেকে সড়ক পথে নেতাজি ভবনে যান প্রধানমন্ত্রী। সেখানে নেতাজি ও তাঁর বাবা–মায়ের ঘর ঘুরে দেখেন মোদী। এরপর সেখান থেকে ন্যাশনাল লাইব্রেরিতে যান প্রধানমন্ত্রী। ভিক্টোরিয়ার অন্দরমহলে প্রবেশ করার পর সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী। কিছুক্ষণ তাঁরা কথাও বলেন। সঙ্গে ছিলেন রাজ্যপাল। তিনজনেই ঘুরে দেখেন নেতাজিকে নিয়ে ভিক্টোরিয়ায় করা বিশেষ প্রদর্শনী। রাজ্যপালকে বেশ কয়েকবার মুখ্যমন্ত্রীর সঙ্গে ভাব বিনিময় করতেও দেখা যায়।
প্রধানমন্ত্রীর সফর ঘিরে নিরাপত্তার বজ্রআঁটুনিতে মুড়ে ফেলা হয়েছে কলকাতাকে। পুলিশ সূত্রে খবর, শহরের প্রবেশ ও বাহির পথে তল্লাশি জোরদার করা হয়েছে। পাশাপাশি ড্রোনেও নজরদারি চালানো হচ্ছে। প্রধানমন্ত্রীর সফর ঘিরে নিরাপত্তার যাবতীয় বন্দোবস্ত খতিয়ে দেখছে রাজ্য পুলিশ ও এসপিজি।
