ব্রেকিং নিউজ রাজ্য

বিরোধী মহাজোটের দ্বিতীয় হাইভোল্টেজ বৈঠকে মমতা-অভিষেক

সোম এবং মঙ্গলবার কর্নাটকের রাজধানী বেঙ্গালুরুতে বসতে চলেছে বিরোধী মহাজোটের দ্বিতীয় বৈঠক। তৃণমূল কংগ্রেসের তরফে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ওই বৈঠকে উপস্থিত থাকবেন। ওই বৈঠকে যোগদান করতে তাঁদের সঙ্গেই যাবেন তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও ব্রায়েন। সোমবার দুপুরের বিমানে তাঁরা বেঙ্গালুরুর উদ্দেশে রওনা হবেন। এরপর এদিন সন্ধ্যায় বিরোধী জোটের আলোচনায় অংশ নেবেন মমতা-অভিষেক। যদিও সনিয়া গান্ধি আয়োজিত নৈশভোজে মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকবেন না বলেই জানা গিয়েছে।

জানা গিয়েছে, বেঙ্গালুরুতে বিরোধী দলগুলির দ্বিতীয় বৈঠকে যোগ দিচ্ছে আম আদমি পার্টি। রবিবার বিকালেই আপ নেতা রাঘব চাড্ডা ঘোষণা করেছেন, দলীয় প্রধান তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল-সহ দলের শীর্ষ নেতৃত্ব নৈশ ভোজ এবং বৈঠকে অংশ নেবে। বিরোধীদের পাটনা বৈঠকের আগেই আপ বিজেপি বিরোধী সব দলকেই সংসদে অর্ডিন্যান্সের বিরোধিতার জন্য রাজি করায়। কিন্তু কংগ্রেসের দিল্লি ও পাঞ্জাবের নেতারা কোনোভাবেই আপের দাবি মানতে রাজি ছিলেন না। কারণ, ওই দুই রাজ্যে আপই কংগ্রেসের মূল প্রতিপক্ষ। এদিকে, কংগ্রেসের উপর চাপ তৈরি করতে আপ পাটনার বৈঠকে অংশ নিলেও যৌথ সাংবাদিক সম্মেলনে দলের কেউ ছিলেন না। পরে আপ জানিয়ে দেয় কংগ্রেস সমর্থমনের কথা না জানালে তারা বেঙ্গুলুরুর বৈঠকে অংশ নেবে না। কংগ্রেস অবশেষে জানিয়েছে তারা সংসদের দুই কক্ষেই অর্ডিন্যান্সের বিরোধিতা করবে।