ফের ত্রিপুরায় প্রচারে যাচ্ছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তাঁর সফরসঙ্গী দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মমতা-অভিষেকের প্রচারে ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসের পালে হাওয়া আরও জোরদার হবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।
আগামী ১৬ ফেব্রুয়ারি ত্রিপুরায় বিধানসভা নির্বাচন। মেঘালয়ের পাশাপাশি এবার ত্রিপুরাতেও নির্বাচনে অংশ নিতে চলেছে তৃণমূল।ইতিমধ্যে ২২টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে তৃণমূল। সূত্রের খবর, সোমবার ত্রিপুরা পৌঁছেই ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দিয়ে দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক সারবেন তৃণমূল সুপ্রিমো। এরপরে ত্রিপুরা রাজ্য নেতৃত্বের সঙ্গে নির্বাচনের শেষ মুহূর্তে রণকৌশল নিয়ে আলোচনাও করতে পারেন তিনি। মঙ্গলবার রোড শো। তৃণমূলের বাংলা মডেল এবার ত্রিপুরায়।
মমতা বন্দ্যোপাধ্যায়ের ত্রিপুরা সফরের আগেই বিধানসভা ভোটের ইস্তেহার প্রকাশ করেছে বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস। ত্রিপুরার ৬০টি বিধানসভার মধ্যে ২৮টি আসনে প্রার্থী দিতে চলেছে তৃণমূল। অর্ধেকের কম আসনে প্রার্থী দিয়েও ত্রিপুরায় সরকার এলে রাজ্যবাসীর জন্য কী কী সুযোগ সুবিধা দেবে? ইস্তেহারের মাধ্যমে এদিন তা-ই ঘোষণা করেছে তৃণমূল। ইস্তেহারে লক্ষ্মীর ভাণ্ডার, সবুজ সাথী, চাকরিসহ একাধিক প্রতিশ্রুতির কথা ঘোষণা করেছে তৃণমূল।
রবিবার সাংবাদিক সম্মেলন করে ইস্তেহার প্রকাশ করেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব। বাংলার মন্ত্রী শশী পাঁজা, ব্রাত্য বসু, ত্রিপুরা তৃণমূলের সভাপতি পীযুষ কান্তি বিশ্বাস ও পর্যবেক্ষক রাজীব বন্দ্যোপাধ্যায়ও উপস্থিত ছিলেন।