দেশ ব্রেকিং নিউজ

দল ছাড়লেন বিজেপি’‌র শীর্ষ নেতা

আগেই দেশজুড়ে আন্দোলন শুরু হয়েছিল। জাতীয় রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছিল। এবার নয়া কৃষি আইন নিয়ে পাঞ্জাবে ধাক্কা খেল গেরুয়া শিবির। কৃষি আইনের প্রতিবাদে দল ছাড়লেন পাঞ্জাব বিজেপি’‌র সাধারণ সম্পাদক মালবিন্দর সিং কাং। সুতরাং বিরোধীদের হাতে অস্ত্র চলে এল। কারণ বিরোধীরা আগেই বলেছিল এই নয়া কৃষি আইন কৃষক বিরোধী এবং আত্মহত্যার রাস্তা তৈরি করবে।
বিজেপি’‌র সর্বোচ্চ নেতৃত্বের বিরুদ্ধে একগুয়েমির অভিযোগ তুলে কৃষি আইনের প্রতিবাদে দল ছাড়লেন মালবিন্দর। তিনি বলেন, ‘‌আমি কৃষকদের সমস্যার কথা তুলে ধরেছিলাম। বিল পাশের সময়ে দলের কোর কমিটির সদস্য হিসাবে আমার কথা পাত্তা দেওয়া হয়নি। উলটে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আমাকে পাকিস্তানি তকমা দেন।’‌
কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরি যখন চণ্ডীগড়ে আসেন, তখন কৃষকদের সমস্যার কথা তাঁকে বলেছিলেন মালবিন্দর। কিন্তু তিনিও সমস্যা সমাধানে কোনও সদিচ্ছা দেখাননি। মালবিন্দরের কটাক্ষ, বিজেপি নেতাদের স্বভাবই হল, নরেন্দ্র মোদী যেটা করবেন সেটাকেই সব সময়ে ঠিক বলা। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে, হরসিমরত সিং কাউর মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন। শরিক অকালি দল জোট ছেড়ে বেরিয়ে যায়। তার পরও শোধরায়নি বিজেপি।
দলের রাজ্য সভাপতির কাছে ইস্তফাপত্র দেওয়ার পরে মালবিন্দর জানান, কৃষক, ভাগচাষি, ক্ষুদ্র ব্যবসায়ী এবং শ্রমিক সংগঠনগুলি গণতান্ত্রিক পদ্ধতিতে কৃষি আইনের প্রতিবাদে লড়াই করছে। ড্যামেজ কন্ট্রোল করতে অবশ্য বিজেপি সরকার কেন্দ্রীয় মন্ত্রীদের ময়দানে নামিয়ে দিয়েছে। ভার্চুয়াল সভা করে কৃষকদের এই আইন সম্পর্কে জানাচ্ছে। কিন্তু পর পর যেভাবে উইকেট পড়ছে তাতে চিন্তিত গেরুয়া শিবির।