ব্রেকিং নিউজ রাজ্য

হাজিরা এড়ালেন মলয় ঘটক

সিবিআই তল্লাশির পর এবার দিল্লির ইডি দপ্তরে হাজিরার জন্য সমন পাঠানো হল রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটককে। যদিও ইডির তরফে কোনও নোটিস পাননি বলে ঘনিষ্ঠ মহলে জানান মলয়বাবু। সেই কারণেই বুধবার তাঁর হাজিরা দেওয়ারও প্রশ্ন নেই। প্রসঙ্গত, এর আগে কয়লা পাচার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ইডি দপ্তরে ডেকে পাঠানো হয়েছিল। কিন্তু বারবারই হাজিরা এড়িয়েছেন। এবারও নোটিস না পাওয়ার দাবি করে ইডি দপ্তরে হাজির দিলেন না রাজ্যের মন্ত্রী।

এর আগেও একাধিকবার কয়লা কেলেঙ্কারির জন্য কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ডেকে পাঠায় তাঁকে। কিন্তু, কোনওবারই ইডির মুখোমুখি হননি তিনি । বছরের শুরুতে অর্থাৎ ৭ ফেব্রুয়ারিও মলয় ঘটককে তলব করা হয়েছিল। তার আগে ২ ফেব্রুয়ারিও হাজিরার নির্দেশ দিয়েছিল ইডি। কিন্তু, দু’বারই করোনারি কারণ দেখিয়ে হাজিরা এড়িয়ে গিয়েছিলেন তিনি। পরবর্তীতে আরও বেশ কয়েক দফায় তাঁকে ডেকে পাঠায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কিন্তু, নোটিশ পেয়েও হাজিরা দেননি তিনি।