নতুন জল্পনা বি টাউনে। মালাইকা আরোরা কি ফের বিয়ে করতে চলেছেন এমনটাই শোনা যাচ্ছে বি টাউনের আনাচে-কানাচে।
রোমান্টিক মুডে চুল খোলা, লাজুক হাসি দিয়ে একটি ছবি পোস্ট করেছেন মালাইকা। ছবির ক্যাপশনে লিখেছেন, ‘হ্যাঁ বলে দিলাম!’ সঙ্গে একগুচ্ছ লাভ ইমোজি। এমন রহস্যপূর্ণ ক্যাপশন দেখেই অবাক ভক্তরা। তবে কি অর্জুন কাপুরের বিয়ের প্রস্তাবে রাজি হলেন মালাইকা! এমনটাই মনে করছেন নেটিজেনরা।
আরবাজ খানের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর থেকেই অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কে রয়েছেন মালাইকা। ২০১৯ সালে তাঁদের সম্পর্কের গুঞ্জন ছড়িয়ে পড়ে বি টাউনে। অর্জুনের থেকে মালাইকা ১২ বছরের বড় হলেও তাদের প্রেমে বয়সের পার্থক্য বাধ সাধে নি। গত কয়েক বছর ধরেই মুম্বইয়ের এক ফ্ল্যাটে একসঙ্গে থাকেন অর্জুন-মালাইকা। কাজের ফাঁকে ছুটি পেলেই একসঙ্গে বেরাতেও যান তাঁরা। কয়েক মাস আগেই তাঁদের বিচ্ছেদের গুঞ্জনে তোলপাড় হয়েছিল বলিউড। অবশেষে সেই জল্পনায় জল ঢেলে উঠে এল নতুন জল্পনা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে বাকি জীবন একসঙ্গেই কাটাতে চান বলে জানিয়ে দিয়েছেন অর্জুন মালাইকা দুজনেই। আর তার পরেই মালাইকার এমন পোস্ট জল্পনা বাড়িয়েছে অনেকটাই। তবে কি বিবাহ বন্ধনে বাঁধা পড়তে চলেছেন দুজনে এমনটাই কৌতুহল নেটিজেনদের মধ্যে।