বিনোদন

মালাইকা করোনাভাইরাসে আক্রান্ত?

করোনাভাইরাস বলিউডেও থাবা বসিয়েছে। একের পর এক তারকা আক্রান্ত হচ্ছেন করোনায়। রোববার অর্জুন কাপুরের কোভিড ১৯ টেস্ট পজিটিভ আসার পর আলোচনায় আসে মালাইকা অরোরার কী খবর? তিনিও করোনায় আক্রান্ত কিনা। কারণ অর্জুন-মালাইকা এখন চুটিয়ে প্রেম করছেন। জানা গেছে, মালাইকার শরীরে কোনো উপসর্গ নেই। অভিনেত্রী বাড়িতেই কোয়ারেন্টিনে রয়েছেন। যদিও করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়ে মালাইকা নিজে কিছু জানাননি। অভিনেত্রীর বোন অমৃতা অরোরার কাছে সংবাদটি জানা যায়।

গতকাল এক সংবাদমাধ্যমে অমৃতা অরোরা মালাইকার করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর জানান। একটি রিয়েলিটি অনুষ্ঠানের শুটিং-এ গিয়েই মালাইকা আক্রান্ত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। বলিউডের ‘ছাইয়া ছাইয়া গার্ল’ অবশ্য এ নিয়ে কিছুই বলছেন না।

রোববার অর্জুন কাপুর সোশ্যাল মিডিয়ায় করোনায় আক্রান্ত হওয়ার খবর জানান। এরপর মালাইকাকে নিয়ে জল্পনা শুরু হয়। আরবাজ খানের সঙ্গে বিচ্ছেদের পর অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কে জড়ান মালাইকা অরোরা।