রুপোলি পর্দায় এখন আর ততটা দেখা মিললেও সোশ্যাল মিডিয়ায় নিত্য নতুন পোশাকে নতুন স্টাইলে বারবার ধরা দেন তিনি। বলিউডের মুন্নিকে তার নিজস্ব স্টাইলে দেখতে পছন্দ করেন তাঁর অনুরাগীরাও। রবিবাসরীয় সকালে ‘বোল্ড’ অবতারে দেখা দিলেন মালাইকা আরোরা। হলুদ-কালো রঙের বিকিনিতে আগুন ঝরালেন সমুদ্র সৈকতে।
জানা গিয়েছে, এই মুহূর্তে প্রেমিক অর্জুনের সঙ্গে মালদ্বীপে ছুটি কাটাচ্ছেন মালাইকা। আর সেই সমস্ত সুন্দর মুহূর্তের ছবি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন মালাইকা।
২০১৮ সালে প্রথম ডেটিং শুরু করেন মালাইকা-অর্জুন। তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় তাঁদের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ধরা পড়েছে বারবার।
এদিন, তার ইনস্টাগ্রামে মালাইকা শেয়ার করেছেন সুন্দর দু’টি ছবি। সমুদ্র সৈকতের দু’টি ছবিতেই দারুন মুডে রয়েছেন বলিউডের মুন্নি। যার একটিতে স্পষ্ট তাঁর বক্ষযুগের একাংশ। মাথায় টুপি ও রোদচশমায় স্টাইল আইকনের মেজাজ। অন্যটিতে তাঁকে দেখা যাচ্ছে উপুড় হয়ে শুয়ে থাকতে। এর আগে গতকালই মালাইকা একটি ভিডিও শেয়ার করেছিলেন। সেখানে তাঁকে দেখা গিয়েছিল সাইকেল চালিয়ে ঘুরে বেড়াতে। অন্য একটি ভিডিওয় বয়ফ্রেন্ড অর্জুনের সঙ্গে সাইকেল সফরে বেরিয়ে পড়তে দেখা গিয়েছিল মালাইকাকে।
পাশাপাশি, মালাইকার মতোই অর্জুনও নিজের ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। এবং সেখানে তিনি নিজেকে ‘সেলফি কিং’ বলে উল্লেখ করেছেন।