লাইফস্টাইল

স্পেশ্যাল করে তুলুন হাগ ডে

আজ ভ্যালেন্টাইনস উইক অর্থাৎ ভালোবাসার সপ্তাহের ষষ্ঠ দিন। আজ হাগ ডে। একটু একটু করে গড়ে তোলা সম্পর্কটিকে একটু কাছে পেতে একটু নিবিড় হওয়ার দিন আজ। সব কিছু পেরিয়ে দু’টো মানুষের কাছাকাছি আসার মুহূর্ত। একে অন্যকে জড়িয়ে ধরে নিজেকে ভালোবাসার মানুষের কাছে আত্মসমর্পণ করার দিন। এই আলিঙ্গনের মধ্যে কোন যৌন চাহিদা থাকে না এই আলিঙ্গনের মধ্যে থাকে শুধুই ভালোবাসা।। কিন্তু এই জড়িয়ে ধরা বা আলিঙ্গনেরও নানা ধরন রয়েছে। রয়েছে বিশেষ অর্থ। যা বুঝিয়ে দেয় সামনের জনের প্রতি নিজের আবেগ-অনুভূতি। বুঝিয়ে দেয় হাজার না-বলা কথা।

এখন কথা হলো আজকে কি শুধু মাত্র প্রেমিক প্রেমিকারাই কি এই দিনটিকে উদযাপন করে? না। আপনি চাইলে আপনার পরিচিত ভাই বোন অথবা পরিবারের সদস্যদের সাথে হাগ দিতে পারেন । আপনি জানেন কি আপনার আজকের একটি হাগ থেকে শুরু হতে পারে আপনার প্রতি তাদের ভালোলাগা ।

বিশ্বব্যাপী এই দিনটিকে হাগ ডে হিসেবে চিহ্নিত করা হয়েছে। তাই আপনিও আপনার ভালোবাসার মানুষের সাথে এই দিনে উপহার বিনিময় করতে পারেন। এতে একে অন্যের প্রতি ভালোবাসার বন্ধন আরো শক্তিশালী হবে। আজকে হাগ ডে কিন্তু আপনার ভালোবাসার মানুষটিকে যদি কাছে না পান তবে আজকে একটি হাগ ডে এসএমএস ও শুভেচ্ছা বার্তা পাঠাতে পারেন মনে মানুষটির ইনবক্সে।