ব্রেকিং নিউজ লাইফস্টাইল

কোন কোন ফল দিয়ে বানাবেন ফেসপ্যাক, দেখে নিন

ত্বকের নমনীয়তা বজায় রাখতে বানিয়ে ফেলুন ফলের ফেসপ্যাক। আসুন জেনে নেওয়া যাক কী ভাবে বানাবেন এই ফেসপ্যাক? কোন কোন ফল দিয়ে বানাবেন?

কলার ফেসপ্যাক

বাড়িতে কালো হয়ে যাওয়া কলা ফেলে না দিয়ে তা দিয়েই ফেসপ্যাক তৈরি করুন। প্রথমে কালো হয়ে যাওয়া কলা চটকে নিন। এরপর তাতে এক টেবিলচামচ মধু এবং দু ফোঁটা লেবুর রস মিশিয়ে নিন।এবার এই মিশ্রণটি মুখে লাগিয়ে ১৫ মিনিট রেখে ধুয়ে নিন। হালকা ময়েশ্চারাইজার মেখে নিন এরপর। দেখবেন ত্বকের অনেকটাই পরিবর্তন চলে এসেছে।

আনারসের ফেসপ্যাক

আনারসে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যা ত্বকের জেল্লা ধরে রাখতে সাহায্য করে। এটি মুখের দাগছোপ মলিন করে। অ্যান্টি-অক্সিড্যান্টে ভরপুর এই ফল সূর্যরশ্মির ক্ষতিকারক প্রভাব থেকেও ত্বককে রক্ষা করে। একটি পাত্রে আনারস বাটার সঙ্গে অল্প পরিমাণ বেসন মিশিয়ে তৈরী করে নিন আনারসের ফেসপ্যাক।

পাকা পেঁপের ফেসপ্যাক
ত্বকের পরিচর্যার ক্ষেত্রে পেঁপে খুবই উপকারী। পেঁপে সারাবছরই কমবেশি পাওয়া যায়। এছাড়াও আছে বিশেষ ধরনের এনজাইম। পাপাইন নামক উৎসেচক ত্বকের মৃত কোষ সারিয়ে তুলতে সাহায্য করে। অ্যান্টি- ইনফ্ল্যামেটরি এবং অ্যান্টি ভাইরাল গুণ বর্তমান পেঁপেতে। যা ত্বকের দাগছোপ সারিয়ে তোলে এছাড়া ত্বকের যাবতীয় সমস্যা দূর করে দেয়।