লোকসভা নির্বাচনের আগে ফের কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশে বড়সড় রদবদল। এবার কলকাতার একগুচ্ছ থানার ইন্সপেক্টর থেকে ওসি সব পদেই রদবদল করল লালবাজার। ইতিমধ্যেই এই বিষয়ে একটি বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে। যেখানে কলকাতা পুলিশের একসঙ্গে ৫৫ জন ইন্সপেক্টর পদে রদবদল করা হয়েছে। এছাড়া ৪৫টি থানার ওসি পদে রদবদল করা হয়েছে।
যে সমস্ত থানার ইনস্পেক্টর পদে রদবদল ঘটান হয়েছে, তার মধ্যে বিশেষভাবে উল্লখযোগ্য নিউ মার্কেট, বউবাজার, বড়বাজার, পূর্ব যাদবপুর, কলকাতা লেদার কমপ্লেক্স, বড়তলা, মানিকতলা, আমহার্স্ট স্ট্রিট, নর্থ পোর্ট, ওয়াটগঞ্জ, ওয়েস্ট পোর্টে, একবালপুর, পার্কস্ট্রিট, কড়েয়া, যাদবপুর, রবীন্দ্র সরোবরে মতো থানাগুলি।
অন্যদিকে, লোকসভা নির্বাচনের আগে জেলা পুলিশের ২৯৭ জন সাব ইন্সপেক্টরকে বিভিন্ন জেলার পুলিশ কমিশনারেটে বদলি করা হয়েছে। প্রসঙ্গত, কিছুদিন আগেই পুলিশে বেশ কয়েকবার রদবদল করা হয়েছে। এমনকী রাজ্যে নতুন ডিজিও হয়েছেন।