ফের সংঘাতের আবহ কী তৈরি হচ্ছে? এই প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ ভারতীয় বায়ুসেনায় বড় রদবদল। ভাইস চিফ অফ এয়ার স্টাফ পদে নিয়োগ করা হল এয়ার মার্শাল বিবেক রাম চৌধুরিকে। আর দুই কমান্ডার ইন চিফ এয়ার অপারেশনের ডিজি পদে দায়িত্ব সামলাবেন। দিল্লিতে ওয়েস্টার্ন কমান্ডে চৌধুরির স্থলাভিষিক্ত হচ্ছেন এয়ার মার্শাল বল্লভরাধা কৃষ্ণ।
বায়ুসেনা সূত্রে খবর, এয়ার মার্শাল আর জে ডাকওয়ার্থ প্রয়াগরাজে সেন্ট্রাল এয়ার কমান্ড পদে দায়িত্ব সামলাবেন। এয়ার মার্শাল এইচএস অরোরার জায়গায় দায়িত্ব নিচ্ছেন চৌধুরি। আগামী ৩০ জুন অবসর নিচ্ছেন অরোরা। ওয়েস্টার্ন এয়ার কমান্ডে দায়িত্ব সামলাচ্ছেন চৌধুরি। পাকিস্তান–চিনের মতে স্পর্শকাতর সীমান্তের দায়িত্বে থাকে ওই বাহিনী।
উল্লেখ্য, গত বছর পূর্ব লাদাখে ভারত–চিন সীমান্ত তপ্ত হয়েছে দু’দেশের কূটনৈতিক বাতাবরণ। গত এক বছরেরও বেশি সময় ধরে পূর্ব লাদাখে মোতায়েন রয়েছে ভারতীয় বায়ুসেনা। এই আবহে ভাইস চিফ হিসেবে দায়িত্ব নিচ্ছেন চৌধুরি। ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমির প্রাক্তনী এয়ার মার্শাল চৌধুরিকে ১৯৮২ সালের ২৯ ডিসেম্বর ভারতীয় বায়ুসেনার ফাইটার স্ট্রিমে দায়িত্ব দেওয়া হয়েছিল। প্রায় ৩৮ বছরের কেরিয়ারে ভারতীয় বায়ুসেনার বিভিন্ন ধরনের যুদ্ধবিমান চালিয়েছেন চৌধুরি। ৩ হাজার ৮০০ ঘণ্টারও বেশি সময় ধরে বিমান চালানোর অভিজ্ঞতা রয়েছে তাঁর।