পূর্ব বর্ধমান জেলা পুলিশে ব্যাপক রদবদল করা হল। ১৫ জুলাই বদলির আদেশ নামায় স্বাক্ষর করেন জেলা পুলিশ সুপার কামনাশীষ সেন। সবমিলিয়ে ৩২ জন অফিসারকে বদলি করা হয়েছে এবং আগামী ১৮ জুলাই এর মধ্যে প্রত্যেককেই দায়িত্বভার গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
বদলির তালিকায় ডিআইবি ইন্সপেক্টর মিঠুন ঘোষ অতিরিক্ত দায়িত্বে কালনা থানা থেকে নাদনঘাট থানায় বদলি হয়েছেন। সাব-ইন্সপেক্টর জুলফিকার আলী পূর্বস্থলী থানা থেকে পূর্ব বর্ধমানের ডিআইবি -তে বদলি হয়েছেন। সাব-ইন্সপেক্টর সৈকত মন্ডল ভাতার থানার ওসি থেকে রায়না থানা ওসি পদে বদলি হয়েছেন। মন্তেশ্বর থানার ওসি দেবাশীষ নাগকে বদলি করা হয়েছে কালনা থানার ওসি পদে। রায়না থানার ওসি পুলক মন্ডলকে বদলি করা হয়েছে কেতুগ্রাম থানায়। খণ্ডঘোষ থানার ওসি পুষ্পেন্দু জানাকে বদলি করা হয়েছে বর্ধমান থানায়। বর্ধমান থানা থেকে সাব-ইন্সপেক্টর দীপেশ চ্যাটার্জিকে বদলি করা হয়েছে দেওয়ানদিঘী থানার ওসি পদে। দেওয়ানদিঘী থানার ওসি উত্তাল সমন্তকে বদলি করা হয়েছে মাধবডিহি থানার ওসি পদে।
মাধবদীহি থানার ওসি সুব্রত বেরা কে বদলি করা হয়েছে খণ্ডঘোষ থানার ওসি পদে। শক্তিগড় থানার ওসি কুনাল বিশ্বাসকে বদলি করা হয়েছে মন্তেশ্বর থানার ওসি পদে। আউসগ্রাম থানার অধীনে গুসকরার ওসি অরুণ কুমার সোমকে বদলি করা হয়েছে ভাতার থানার ওসি পদে। সাব-ইন্সপেক্টর দীপক সরকারকে সাইবার ক্রাইম থানা থেকে শক্তিগড় থানার ওসি পদে বদলি করা হয়েছে। লেডি সাব-ইন্সপেক্টর নিতু সিংহকে পূর্ব বর্ধমানের ডিইবি কাটোয়া থানায় ডেপুটেশন থেকে আউসগ্রাম থানার অধীনে গুসকরার ওসি পদে বদলি করা হয়েছে।
রায়না থানার অধীনে সেহারা বাজার আউটপোস্টের ওসি রাজেশ মাহাতোকে কালনা থানায় বদলি করা হয়েছে। গলসি থানা থেকে সাব-ইন্সপেক্টর প্রীতম বিশ্বাস কে রায়না থানার অধীনে সেহারা বাজার আউটপোস্টের ওসি পদে বদলি করা হয়েছে। লেডি সাব-ইন্সপেক্টর মৌসুমী মন্ডল কে পূর্ব বর্ধমান মহিলা থানা থেকে ডিইবিতে বদলি করার সঙ্গে ট্রায়াল মনিটরিং সেলের ওসি পদে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। সাব-ইন্সপেক্টর প্রদীপ কুমার রায়কে পূর্ব বর্ধমানের এল.ও.আর থেকে মঙ্গলকোট থানায় বদলি করা হয়েছে। সাব-ইন্সপেক্টর দেবাংশু রায়কে পূর্ব বর্ধমানের এল.ও. আর থেকে পূর্বস্থলী থানায় বদলি করা হয়েছে। সাব-ইন্সপেক্টর সিরাজুল হককে নাদন ঘাট থানা থেকে পূর্বস্থলী থানায় বদলি করা হয়েছে।
সাব-ইন্সপেক্টর তরুণ সিংকে পূর্বস্থলী থানা থেকে নাদন ঘাট থানায় বদলি করা হয়েছে। এসআই তাপস শীলকে কালনা থানা থেকে মেমারি থানায় বদলি করা হয়েছে। এছাড়াও ১১ জন অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর কে বিভিন্ন থানায় রদবদল করা হয়েছে। জানা গেছে, এই রদবদল রুটিন মাফিক। আইনশৃঙ্খলা ও প্রশাসনিক কাজের সুবিধার জন্যই এই রদবদল বলে জানানো হয়েছে।