ব্রেকিং নিউজ রাজ্য

বসিরহাট পুলিশ জেলায় বড় রদবদল

রাতারাতি সন্দেশখালি থানার ওসি বদল করে দিল প্রশাসন। শনিবার সকালে এই মর্মে একটি বিজ্ঞপ্তি জারি করেছেন বসিরহাট পুলিশ জেলার সুপার হাসান মেহেদী রহমান।

সেই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সন্দেশখালি থানায় বর্তমানে যে ওসি বিশ্বজিৎ সাঁপুইকে পাঠিয়ে দেওয়া হচ্ছে বসিরহাট থানায়। আর সন্দেশখালিতে পাঠানো হচ্ছে বসিরহাট পুলিশ জেলার স্পেশাল অপারেশন গ্রুপের ওসি গোপাল সরকারকে ।

অন্যদিকে বাদুরিয়া থানার বর্তমান ওসি প্রশান্ত মন্ডলকে পাঠিয়ে দেওয়া হচ্ছে হেমনগর কোস্টাল থানায়। তাৎপর্যপূর্ণ ভাবে বসিরহাট পুলিশ জেলায় আইনশঙ্খলার দায়িত্বে চার জন সাব ইন্সপেক্টরকেই সরিয়ে দেওয়া হচ্ছে। তাঁরা হলেন, জয়ন্ত ঘোষ, তাপস কান্নার, শৈলেন্দ্র মিস্ত্রি ও রাজু মণ্ডল। এঁদের বিভিন্ন থানায় পাঠিয়ে দেওয়া হচ্ছে বলে সূত্রের খবর।