ছাত্রছাত্রীদের উপরে পড়াশোনার চাপ কমানোর জন্য এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। বাদ দেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ কিছু অধ্যায়। এমনটাই জানানো হয়েছে NCERT-র তরফে৷
বাদ যাওয়া বিষয়গুলির মধ্যে রয়েছে এনভায়রনমেন্টাল সাসটেনিবিলিটি, শক্তির উৎস৷ গণতন্ত্র, গণতন্ত্রের পথে বাধা, রাজনৈতিক দল সংক্রান্ত সম্পূর্ণ একটি অধ্যায়ও বাদ দেওয়া হয়েছে সরকারি বই থেকে৷
থিওরি অফ ইভলিউশন’ বা ডারউনের বিবর্তন বাদ বিজ্ঞানের বই থেকে বাদ দেওয়া নিয়ে ইতিমধ্যেই নিন্দার ঝড় উঠেছে সব মহলে৷ অন্তত, ১৮০০ জন বিজ্ঞানী, শিক্ষাবিদ এ নিয়ে কেন্দ্রকে উদ্দেশ্য করে খোলা চিঠি লিখেছেন৷
ডারউনের বিবর্তনবাদ বাদ দেওয়ার পরে দশম শ্রেণির বিজ্ঞানের বই থেকে বাদ দেওয়া হল পিরিওডিক টেবিল-এর মতো গুরুত্বপূর্ণ অধ্যায়৷ গণতন্ত্র এবং গণতন্ত্র রক্ষার মতো বিষয় আর ছাত্রছাত্রীরা তাঁদের সরকারি পড়ার বই থেকে জানতে পারবে না৷
যে সমস্ত ছাত্রছাত্রী একাদশ এবং দ্বাদশ শ্রেণিতে রসায়ন বাছবেন, তাঁরা পর্যায় সারণি অর্থাৎ, পিরিয়ডিক টেবিল সম্পর্কে পড়তে পারবেন৷