পুজোর সময় কমবেশি সবারই দাগছোপহীন ত্বক পেতে ইচ্ছা করে। পুজোর আর বেশিদিন বাকি নেই। তাই ত্বকের নমনীয়তা বজায় রাখতে এখন থেকেই ঘরোয়া উপায়ে যত্ন নেওয়া দরকার। সারাদিন কাজের পর বাড়ি ফিরে অনেকেরই রূপচর্চা করতে মন চায় না। আবার ত্বকের নমনীয়তা বজায় রাখতে কি করবেন, অনেকেই তা বুঝতে পারেন না। এইসব সমস্যার থেকে বাঁচতে কিছু অভ্যাস নিজের মধ্যে তৈরি করুন।
ত্বকের নমনীয়তা বজায় রাখতে আপনাকেই সর্বদা সতর্ক থাকতে হবে। আপনি বাড়িতে বসেই এমন কিছু কাজ করতে পারেন, যাতে আপনার ত্বকের নমনীয়তা বজায় থাকবে। এক্ষেত্রে নমনীয়তা বজায় রাখতে ভাতের ফ্যান জল খুবই উপকারী।
• সূর্যের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষ্মা করে :
ভাতের ফ্যান হল প্রাকৃতিক সানস্ক্রিন। সূর্যের ক্ষতিকর ইউভি রশ্নির প্রকোপ থেকে ত্বককে বাঁচাতে হলে তুলোয় করে ভাতের ফ্যান লাগাতেই পারেন। শুধু তাই নয়, সানবার্ন সারাতেও ফ্যান দারুণ কাজ দেয়।
• বলিরেখা পড়তে দেয় না :
ভাতের ফ্যান ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ই, ফ্ল্যাভেনয়েডের মতো একাধিক অ্যান্টি-এজিং উপাদানে ভরপুর। নিয়মিত ভাতের ফ্যান লাগালে ত্বকের নমনীয়তা বাড়ে। এমনকী ত্বকের প্রকৃতিও ভালো হয়ে যায়। শুষ্ক ত্বকের জন্যও ফ্যান ম্যাজিকের মত কাজ করে।
• ত্বকে বাড়তি জৌলুস আনতে :
ভাতের ফ্যানের অন্যতম গুণ হল ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে আনা। একদিনের পুরোনো ভাতের ফ্যান তুলো ডুবিয়ে মুখে লাগিয়ে দেখুন। কিছুদিন ব্যবহার করলেই দাগছোপ থাকবেনা, উজ্জ্বলতাও ফিরে পাবে।