বাগুইআটিতে জোড়া খুন কাণ্ডের মূল অভিযুক্ত সত্যেন্দ্র চৌধুরি গ্রেপ্তার। শুক্রবার সকালে হাওড়া স্টেশন চত্বর থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
ট্রেনে করে ভিনরাজ্যে পালানোর পরিকল্পনা ছিল সত্যেন্দ্রর, অনুমান পুলিশের। যদিও তার পুলিশের জালে ধরা পড়ে যায় সত্যেন্দ্র চৌধুরী।
বাগুআইটিতে দুই মাধ্যমিক পরীক্ষার্থী অতনু দে ও অভিষেক নষ্করকে খুনের অভিযোগে ইতিমধ্যেই বেশ কয়েকজনকে পুলিশ গ্রেফতার করেছে। ফেরার ছিল মূল অভিযুক্ত সত্যেন্দ্র চৌধুরি। গত কয়েকদিন ধরে তাকে খুঁজেছে সিআইডি ও বিধাননগর পুলিশ কমিশনারেট।
জানা গিয়েছে, শুক্রবার সকালে হাওড়া স্টেশন চত্বরে সত্যেন্দ্র চৌধুরি আসবে, গোপন সূত্রে এমন খবর পায় বিধাননগর কমিশনারেট। খবর পেয়েই আগেভাগে গোটা এলাকা ঘিরে ফেলেন পুলিশকর্মীরা। তারপরেই ধরা হয় সত্যেন্দ্র চৌধুরিকে।
এই খবর বাগুইআটিতে পৌঁছতেই অভিযুক্তের ফাঁসির দাবি জানিয়েছেন অতনুর মা। কান্নায় ভেঙে পড়েছেন তিনি। গ্রেপ্তারিতে খানিকটা স্বস্তিতে অতনুর বাবাও। তিনি বলেন, “সরকার কথা রেখেছে। গ্রেপ্তার করা হয়েছে। ফাঁসি হোক।” অতনুর পরিবার ও প্রতিবেশীরাও অবিলম্বে ধৃতের ফাঁসির দাবি জানিয়েছেন।
উল্লেখ্য, গত ২২ অগাস্ট থেকে নিখোঁজ ছিল ওই দুই ছাত্র। সত্যেন্দ্র চৌধুরিই আর কয়েকজনকে সঙ্গে নিয়ে এই অপহরণের ছক কষেছিল বলে দাবি পুলিশের। পরে বাসন্তী হাইওয়ের উপর নিয়ে গিয়ে গাড়িতেই শ্বাসরোধ করে খুন করা হয় অতনু দে ও অভিষেক নষ্কর নামে দুই ছাত্রকে। ১৪ দিন পর খুঁজে পাওয়া যায় তাদের দেহ।