দেশ লিড নিউজ

গ্রেপ্তার গোধরা কাণ্ডের মূল অভিযুক্ত

অবশেষে মঙ্গলবার গোধরা কাণ্ডের মূল অভিযুক্তকে গ্রেপ্তার করল গুজরাট পুলিশ। তবে তা করতে সময় লাগল ১৯টি বছর। এই কাণ্ডের মূল অভিযুক্ত রফিক হুসেন ভাটুককে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনা নিয়ে এখন জোর চর্চা শুরু হয়েছে।
পুলিশ সূত্রে খবর, গোধরা কাণ্ডের পর থেকে অধরা ছিল ভাটুক। নানা জায়গায় গা ঢাকা দিয়ে কাটিয়ে যায় এই অভিযুক্ত। একদা সে দিল্লিতেই থাকত। দিনমজুরের কাজে পরিচয় গোপন করে পেট চালাত ভাটুক। বাড়ির আসবাব–সহ রিকশাও বিক্রি করে দেয় সে। যাতে তাকে কেউ সন্দেহ না করে।
গ্রেপ্তারের সম্ভাবনার বুঝতে পারলেই পালিয়ে গা ঢাকা দিত ভাটুক। পরিবার নিয়ে আজ দিল্লি তো কাল গুজরাট এইভাবে লুকোচুরি করে বেরিয়েছে এই দুষ্কৃতি। আর এভাবেই পালাতে পালাতে কাটিয়ে ফেলে ১৯টি বছর। তাই পুলিশ তার নাগাল পেতে বেশ বেগ পেতে হয়।
অবশেষে গুজরাটের সুলতান ফালিয়ায় পরিবার নিয়ে থাকতে শুরু করে রফিক হুসেন ভাটুক। এরপর দিল্লি থেকে এসে দেখা করত পরিবারের সঙ্গে। গোপন সূত্রে এই পুরো বিষয়টির খবর পায় গুজরাট পুলিশ। তারপর জাল বিছিয়ে রেখে পুলিশ বাড়ি থেকেই পাকড়াও করে ভাটুককে।
উল্লেখ্য, ২০০২ সালের ২৭ ফেব্রুয়ারিতে সরবমতী এক্সপ্রেসে আগুন ধরিয়ে দেওয়া হয়। যাতে মৃত্যু হয়েছিল ৫৯ জনের। যে ঘটনার পর গুজরাটে হিংসা ছড়িয়ে পড়ে। তখন ১৫০০ জনের অভিযোগ দায়ের করা হয়। মারা যায় হাজারেরও বেশি মানুষ। আর এই আগুন লাগাবার কাজে ছিল ভাটুক।