ব্রেকিং নিউজ রাজ্য

কাউন্সিলর অনুপম দত্ত খুনে গ্রেপ্তার মূল অভিযুক্ত

আগরপাড়া পুরসভার আট নম্বর ওয়ার্ড এলাকায় তৃণমূল কংগ্রেস কাউন্সিলর অনুপম দত্তকে খুনের ঘটনায় মূল অভিযুক্ত শুটার শম্ভু পণ্ডিতকে আগরপাড়া রোডের জঙ্গল থেকে আগ্নেয়াস্ত্র সহ ধরে ফেলে স্থানীয় বাসিন্দারা। তারা সেই অভিযুক্তকে তুলে দেয় খড়দা থানা পুলিশের হাতে।

পুলিশ সূত্র থেকে জানা গেছে, অনুপম দত্তকে খুনের জন্য এই শম্ভু পণ্ডিতকে ভাড়া করা হয়েছিল। মূল অভিযুক্ত শুটার দুষ্কৃতী শম্ভু পন্ডিত এর বাড়ি নদীয়ার হরিণঘাটা এলাকায়। শম্ভু পণ্ডিতকে পুলিশ জিজ্ঞাসাবাদ করে তার সাথে থাকা অন্যান্য সঙ্গীদের খোঁজ চালাচ্ছে।

রবিবার রাতে ঘটনার পর ঘটনাস্থল থেকে কিছুটা দূরে পাশের হোগলা বনে লুকিয়েছিল মূল অভিযুক্ত শম্ভু পণ্ডিত।এলাকার মানুষজন দুষ্কৃতীকে ধরার জন্য হোগলা বনে আগুন ধরিয়ে দেয় আগুন ধরিয়ে দেওয়ার ফলে ভয়ে আতঙ্কে হোগলা বন থেকে বেরিয়ে পালানোর সময় স্থানীয় বাসিন্দাদের হাতে আগ্নেয়াস্ত্র সহ হাতেনাতে ধরা পরে মূল অভিযুক্ত শুটার শম্ভু পণ্ডিত। উত্তেজিত জনতা তাকে মারধর করে পুলিশের হাতে তুলে দেয়।