তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র ইস্যুতে সরগরম দেশের রাজনীতি। ঘুষের বিনিময়ে সংসদে প্রশ্ন করার অভিযোগের তদন্তে গত বৃহস্পতিবারই মহুয়া মৈত্রকে ডেকে পাঠিয়েছিল লোকসভার এথিক্স কমিটি। একইসঙ্গে মূল অভিযোগকারী, বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে ও আইনজীবী জয় অনন্ত দেহদ্রাই-কে তলব করেছে এথিক্স কমিটি। আগামী ২ নভেম্বর, তাঁদের সশরীরে হাজিরাও দিতে বলা হয়েছে। একইসঙ্গে ব্যবসায়ী দর্শন হিরানন্দানি, যার থেকে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে মহুয়া মৈত্রের বিরুদ্ধে, তাঁকেও জিজ্ঞাসাবাদের দাবি জানিয়েছেন তৃণমূল সাংসদ।
বুধবার এক্স হ্যান্ডেলে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র জানান, ২ নভেম্বর, প্যানেলের নির্দেশ মতো তিনি এথিক্স কমিটির সামনে হাজিরা দেবেন। একইসঙ্গে মহুয়া দাবি করেছেন, ব্যবসায়ী দর্শন হিরানন্দানি যিনি হলফনামায় দাবি করেছেন যে মহুয়ার বিরুদ্ধে সংসদের লগ ইন আইডি দিয়েছিলেন সংসদে প্রশ্ন করার জন্য, তাঁকেও যেন এদিন প্রশ্ন করা হয়।
উল্লেখ্য, শিল্পপতি দর্শন হিরানন্দনীর থেকে উপহার এবং অর্থের বিনিময়ে সংসদে প্রশ্ন করার অভিযোগ উঠেছে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর বিরুদ্ধে। ঝাড়খণ্ডের বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের এই অভিযোগের ভিত্তিতে দ্রুত তদন্ত শুরু করে সংসদের এথিক্স কমিটি। চলতি সপ্তাহেই নিশিকান্ত এক্স হ্যান্ডলে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণোর চিঠি পোস্ট করে মহুয়ার বিরুদ্ধে তদন্তের কথা জানিয়েছিলেন। তার জবাবে এক্স হ্যান্ডলে একটি পোস্ট করেন মহুয়া।