প্রশ্ন ঘুষ কাণ্ডের অভিযোগে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিল লোকপাল। বুধবার বিকেলে এই দাবি করেছেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। এ ব্যাপারে সোশাল মিডিয়া এক্স হ্যান্ডেলে পোস্টও করেছেন নিশিকান্ত।
এর আগে মহুয়া মৈত্রর বিরুদ্ধে সরাসরি সিবিআইয়ের কাছে হলফনামা পেশ করে অভিযোগ জানিয়েছিলেন মহুয়ার প্রাক্তন বয়ফ্রেন্ড জয় অনন্ত দেহাদরাই। তাঁর অভিযোগ ছিল, মহুয়া মৈত্র ব্যবসায়ী দর্শন হীরানন্দানির সঙ্গে মিলে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র করেছে।
বৃহস্পতিবার এথিক্স কমিটির বৈঠক ডাকা হয়েছে। মহুয়ার বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া দরকার বা আদৌ দরকার কিনা সে ব্যাপারে বৃহস্পতিবারের বৈঠকে খসড়া সুপারিশ পেশ করার কথা কমিটির চেয়ারম্যান বিনোদ সোনকারের। তার আগেই এবার সিবিআই তদন্তের নির্দেশও দিয়ে দিল লোকপাল।