ব্রেকিং নিউজ রাজ্য

সরকারি বাংলো খালি করতে হল মহুয়াকে

দিল্লির বাংলো খালি করতে হল তৃণমূলের বহিষ্কৃত সাংসদ মহুয়া মৈত্রকে। সূত্রের খবর, শুক্রবার সকালে দিল্লির সরকারি বাংলো খালি করে দিয়েছেন মহুয়া।

এদিন সকালেই সংসদের ডিরেক্টরেট অফ এস্টেটের তরফে একজন কর্মীকে পাঠানো হয়েছিল মহুয়ার সরকারি বাংলোতে। ওই সরকারি কর্মীর হাতেই বাংলোর চাবি তুলে দিয়েছেন মহুয়া ।

ঘুষের বিনিময়ে সংসদে প্রশ্ন মামলায় ইতিমধ্যেই খারিজ হয়েছে মহুয়া মৈত্রর সাংসদ পদ। তৃণমূল নেত্রীকে শোকজ নোটিস পাঠাল ডিরেক্টরেট অফ এস্টেটস। ৩ দিনের মধ্যে মহুয়া মৈত্রকে জবাব দিতে বলা হয়েছিল। সময়ের মধ্যেই বাংলো খালি করার সিদ্ধান্ত নেন মহুয়া।

উল্লেখ্য, টাকার বিনিময়ে সংসদে প্রশ্ন তোলার অভিযোগকে কেন্দ্র করে গত ৮ ডিসেম্বর শীতকালীন অধিবেশন চলাকালীন এথিক্স কমিটির রিপোর্টে মহুয়া মৈত্রর সাংসদ পদ খারিজের সুপারিশ করা হয়েছিল। এরপরই সাংসদের বাংলো খালি করার জন্য মহুয়াকে নির্দেশ পাঠাতে বলেছিল সংসদের আবাসন কমিটি। সেইমত কেন্দ্রীয় আবাসন এবং নগরোন্নয়ন মন্ত্রককে চিঠি পাঠানো হয়েছিল। এই নির্দেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়ে মামলা দায়ের করেছিলেন মহুয়া।