পরিচালক রঞ্জন ঘোষের সঙ্গে ফের জুটি বাঁধছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। ছবির নাম ‘মহিষাসুরমর্দিনী’। নারীর ক্ষমতায়নের পক্ষে কথা বলবে এ ছবি। এর আগে ‘আহারে’ ছবিতে পরিচালক রঞ্জন ঘোষের সঙ্গে কাজ করেছেন। সাফল্যও এসেছে।
এই ছবিতে ঋতুপর্ণা ছাড়াও দেখা যাবে শাশ্বত এবং পরমব্রত চট্টোপাধ্যায়-কে। জানা যাচ্ছে, ঋতুপর্ণা সেনগুপ্তর চরিত্রকে ঘিরেই ‘মহিষাসুরমর্দিনী’র গল্প এগোবে। রাজনৈতিক নেতার চরিত্রে শাশ্বত চট্টোপাধ্যায়কে দেখা যাবে। যে নেতার সঙ্গে ঋতুপর্ণার একসময়ের সম্পর্ক ছিল বলে দেখানো হবে। ছবিতে পরমব্রতও গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন। ইতোমধ্যেই হুগলির চুঁচুড়াতে শুরু হয়েছে ‘মহিষাসুরমর্দিনী’র শ্যুটিং। মুম্বই থেকে ওয়েব সিরিজের কাজ শেষে সেখানে যোগ দিয়েছেন পরমব্রত। যোগ দিয়েছেন ঋতুপর্ণা এবং শাশ্বতও।
ঋতুপর্ণা বলেন, ‘মহিষাসুরমর্দিনী নারী ক্ষমতায়ন নিয়ে তৈরি একটি ছবি। আমি, শাশ্বতদা আর পরম একসঙ্গে কাজ করছি। এটা এক রাতের গল্প। ছবিতে প্রতিটি চরিত্রের মধ্যে সমাজের প্রতিফলন রয়েছে। পরিচালকের কথায় মেয়েদের উপর চারিদেকে যে অত্যাচার চলছে, আমরা তার জন্য ক্ষমাপ্রার্থী। প্রতিটি চরিত্রকে দিয়ে নারীদের উপর অত্যাচারের বিরুদ্ধে কথা বলানো হবে। দু-তিন হল ছবির শ্যুটিং শুরু হয়েছে।”