The spectacles used by Mahatma Gandhi are being auctioned this time. It will be auctioned in Britain on August 21.
আন্তর্জাতিক ব্রেকিং নিউজ

নিলামে উঠল গান্ধীজির চশমা

মহাত্মা গান্ধীর ব্যবহৃত সোনার জল করা চশমা এবার উঠল নিলামে। এই চশমাটি গান্ধীজিকে উনিশ শতকে কেউ উপহার দিয়েছিলেন। ব্রিটেনে নিলাম করা হচ্ছে মহাত্মা গান্ধীর সেই চশমা। নিলামকারীদের অনুমান ওই চশমার দাম উঠতে পারে ১০,০০০ পাউন্ড। ভারতীয় মূদ্রায় যার মূল্য বর্তমানে ৯,৭৭,৯০০ টাকা। দক্ষিণ–পশ্চিম ইংল্যান্ডের ব্রিস্টল অকশান সংস্থার অফিসের লেটার বক্সে একটি খামে মুড়ে ওই চশমা রেখে দিয়ে যান একজন। সংস্থার আধিকারিক অ্যান্ডি স্টো জানিয়েছেন, ওই চশমাটির দাম কত হতে পারে জেনে চমকে গিয়েছিলাম।
জানা গিয়েছে, শুরুতে বুঝতে না পারলেও পরে যখন এটার সঙ্গে যুক্ত ঐতিহাসিক গুরুত্ব সামনে আসে ভীষণই অবাক হয়েছিলেন অকশন হাউসের কর্তৃপক্ষ। ইংল্যান্ডের এক বয়স্ক ব্যক্তির হেপাজতে ছিল চশমাটি। চশমাটি অনলাইনে দাম উঠেছিল ৬০০০ পাউন্ড। ওই ব্যক্তিকে তাঁর বাবা বলেছিলেন, চশমাটি তাঁকে দিয়েছিলেন তাঁর কাকা। তিনি ১৯১০ থেকে ১৯৩০ পর্যন্ত দক্ষিণ আফ্রিকায় ব্রিটিশ পেট্রোলিয়ামে চাকরি করতেন। তাঁকে চশমাটি উপহার দিয়েছিলেন মোহনদাস করমচাঁদ গান্ধী।
যে ভেন্ডার আমাদের এটা দিয়েছেন তাঁর জিনিসটি ইন্টারেস্টিং লাগলেও তার কোনও মূল্য আদৌ আছে কি না সে বিষয়ে নিশ্চিত ছিলেন না। তিনি আমাদের বলেছিলেন, যদি এটার কোনও মূল্য না থাকে, তাহলে আমরা যেন ফেলে দিই। যখন ভালভাবে পরীক্ষা করে তার মূল্য ওই ভেন্ডারকে আমরা জানাই তখন বোধহয় ওঁর চেয়ার থেকে পড়ে যাওয়ার অবস্থা হয়েছিল। আগামী ২১ আগস্ট নিলাম হবে গান্ধীজির এই চশমার। ভারত থেকেও বেশ কিছু ক্রেতা আগ্রহ প্রকাশ করেছেন।
কীভাবে গান্ধীজির ব্যবহৃত চশমা অন্য কারও কাছে এল?‌ এটা অনেকেই জানেন, মহাত্মা গান্ধী প্রায়ই তাঁর পুরনো বা অপ্রয়োজনীয় চশমা সেই সব মানুষকে দান করতেন যাঁদের সেটির প্রয়োজন আছে অথবা কোনও না কোনও সময়ে গান্ধীজিকে সাহায্য করেছেন। সেভাবেই ভেন্ডরের কাকার হাতে এসে পৌঁছয় সোনার জল করা এই চশমাটি। চশমাটির দুটি ডান্ডা সোনার জলে রঙ করা, দুটি কাচ সোনার জলের রঙ করা পাত দিয়ে জোড়া। ব্রিটিশ পেট্রোলিয়ামে কাজ করার সময় ওই বৃদ্ধ ব্যক্তির বাবার কাকাকে মহাত্মা গান্ধী উপহার হিসেবে দিয়েছিলেন ওই চশমাটি বলে মনে করা হচ্ছে।