দেশ ব্রেকিং নিউজ

একইসঙ্গে তিনটি ডোজ মহিলাকে!

একটি ডোজ নেওয়া হয়েছে। দ্বিতীয় ডোজের অপেক্ষায় অনেকে। কিন্তু মহারাষ্ট্রে উলটপুরাণ। এক কিংবা দু’টি নয়, একসঙ্গে তিন তিনটে ডোজ দিয়ে দেওয়া হল এক মহিলাকে। থানের এক টিকাকরণ ক্যাম্পে পরপর তিনটি ডোজের ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে শরীরে। এমনই অদ্ভুত অভিজ্ঞতার কথা জানালেন ২৮ বছরের এক মহিলা। ঘটনার তদন্ত শুরু করেছে পৌর সংস্থা।
কী ঘটেছে ঠিক? ওই তরুণী জানান, থানে পৌর এলাকার আনন্দনগরের একটি টিকাদান শিবিরে গিয়েছিলেন তিনি। টিকা দেওয়ার সময়ে একেবারেই তিন, তিনটি ইঞ্জেকশন দিয়ে দেওয়া হয়। কোনও প্রশ্ন না করে তিনি বাড়ি ফিরে আসেন।

 

তারপর জ্বর আসে। তাতেই তাঁর সন্দেহ হয়। স্বামীকে সবটা খুলে বলেন। তাঁর স্বামী এই পৌর এলাকারই কর্মী। তিনি সঙ্গে সঙ্গে অফিসে ছুটে গিয়ে দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের এই কথা জানান। অসুস্থ হওয়ায় উদ্বেগ বেড়েছে সকলের। বিষয়টি কর্তৃপক্ষের নজরে আনা হয়েছে।
তবে পৌর কর্তৃপক্ষের উদাসীনতা নিয়ে পুলিশে অভিযোগ দায়ের করতে নারাজ তিনি। কারণ, তাঁর স্বামীই তো থানে পৌরনিগমে কর্মরত। পাছে এই অভিযোগের খাঁড়া কোনওভাবে তাঁর উপর নেমে আসে, এই আশঙ্কা রয়েছে অসুস্থ স্ত্রীর।

 

যদিও কর্তৃপক্ষও বিষয়টি নিয়ে নড়েচড়ে বসেছে। ওই মহিলার বাড়িতে একটি টিম পাঠিয়ে বারবার তাঁর স্বাস্থ্যের খোঁজ নিয়েছে। মেডিক্যাল অফিসার খুশবু তাওড়ের দাবি, আমরা খোঁজ নিয়ে দেখেছি, ওই মহিলা সুস্থ রয়েছেন। ঘটনার তদন্তে একটি টিম তৈরি হয়েছে।