সতর্কবার্তার পরও উন্নত হয়নি কোভিড পরিস্থিতি। বেড়েই চলেছে দৈনিক সংক্রমণ। লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। মহারাষ্ট্রের উদ্বেগজনক করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১৫ মার্চ থেকে ২১ মার্চ পর্যন্ত সম্পূর্ণ লকডাউনের নির্দেশ জারি হয়েছে নাগপুরে। দেশজুড়ে লকডাউনে সরকার যে বিধিনিষেধ আরোপ করেছিল তাই বলবৎ থাকবে এক্ষেত্রেও। সুতরাং মহারাষ্ট্র–নাগপুর জুড়ে আতঙ্কের বাতাবরণ তৈরি হয়েছে। যা কপালে ভাঁজ ফেলেছে অনেকের।
এক বছর আগের মহামারীর স্মৃতিতে ফের কাঁপছে মহারাষ্ট্র। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অবশেষে সম্পূর্ণ লকডাউনের পথেই হাঁটল প্রশাসন। স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, বুধবারেই নতুন করে নাগপুরে করোনায় আক্রান্ত হয়েছেন ১৭১০ জন। এই রিপোর্ট সামনে আসতেই বিবৃতি প্রকাশ করে লকডাউনের নির্দেশ জারি করা হয়েছে।
জানা গিয়েছে, ১৫ মার্চ থেকে নাগপুরে শুধুমাত্র অত্যাবশকীয় পরিষেবায় চালু থাকবে। সবজি, ফলের দোকান, দুধের দোকান খোলা থাকবে। মহারাষ্ট্রে করোনা আক্রান্তের বাড়বাড়ন্ত দেখেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। শুধু নাগপুরেই নয় মহারাষ্ট্রের আরও বেশ কিছু অংশে লকডাউন জারি করা হতে পারে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আংশিক লকডাউনের পথে ঠানে। জেলার ১১টি হটস্পটে মার্চ ১৩ থেকে ৩১ লকডাউনের ঘোষণা হয়েছে সোমবারই।