দেশ ব্রেকিং নিউজ

৩১ মে পর্যন্ত এই রাজ্যে লকডাউন

বর্তমান পরিস্থিতি বিবেচনা করে ৩১ মে পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়াল মহারাষ্ট্র সরকার। কেন্দ্রীয় সরকার এখনও লকডাউনের মেয়াদ বাড়ানোর কথা ঘোষণা করেনি। তবে বেশকিছু ছাড় দিয়ে চতুর্থ দফার লকডাউন চালু হওয়ার ইঙ্গিত আগেই দেওয়া হয়েছিল। তার আগেই মহারাষ্ট্র রবিবার লকডাউনের মেয়াদ বৃদ্ধির কথা ঘোষণা করে দেওয়া হল।
গত ২৫ মার্চ থেকে শুরু হওয়া দেশব্যাপী লকডাউনের তৃতীয় পর্যায়ের মেয়াদ শেষ হচ্ছে আজ। তবে একাধিক ক্ষেত্রে কড়াকড়ি শিথিল করা হলেও দেশব্যাপী লকডাউন যে বাড়ানো হচ্ছে তা জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার সময় জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারই মধ্যে উদ্ধব ঠাকরে প্রশাসন সিদ্ধান্ত নিল চলতি মাসের শেষ দিন পর্যন্ত লকডাউন বহাল রাখা হবে।
অনেকে মনে করছেন, মে মাসের মধ্যেই মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়ে যেতে পারে। তাই লকডাউন প্রত্যাহার করা হলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। বাণিজ্যনগরীর স্বাভাবিক কাজকর্ম দীর্ঘদিন ধরে ব্যাহত হওয়ায় কেন্দ্রের কাছে মুম্বইয়ের জন্য বিশেষ আর্থিক প্যাকেজ দাবি করেছে মহারাষ্ট্র সরকার। উল্লেখ্য, সারা দেশে রবিবার সকাল পর্যন্ত মোট করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৯০ হাজার ৯২৭। মৃতের সংখ্যা ২ হাজার ৮৭২।