বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রেসিডেন্ট মহারাজ স্বামী স্মরনানন্দ। সম্প্রতি সপ্তাহ খানেকের মধ্যে তার শারীরিক অবস্থা উদ্বেগজনক হওয়ার কারণে এ দিন সকাল সাড়ে ১০টা নাগাদ তিনি বেলুড় মঠ থেকে পিয়ারলেসে পৌঁছন। সূত্রের খবর, বয়সজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন প্রেসিডেন্ট মহারাজ। তবে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। এখন চিকিৎসকেরা তাঁকে পরীক্ষা করছেন। তার শারীরিক অবস্থা উদ্বেগজনক হওয়ার কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তিনি চিকিৎসাধীন আছেন বলেই বেলুড় মঠ সূত্রের খবর।
দীর্ঘদিন ধরে তিনি রামকৃষ্ণ মিশন ও মঠের কাজ কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন। অত্যন্ত দক্ষতার সঙ্গে মৃদুভাষী ও শান্ত স্বভাবের এই মানুষটি বর্তমানে বেলুড় মঠ ও মিশনের প্রেসিডেন্টের দায়িত্ত্ব পালন করে আসছিলেন। তার অসুস্থতার খবর পেয়ে মঠের ভক্তবৃন্দ ও তার অনুরাগীরা যথেষ্টই উদ্বিগ্ন। শারীরিকভাবে অসুস্থ হলেও তার অবস্থা আপাতত স্থিতিশীল। তার চিকিৎসার জন্য হাসপাতালে একটি বিশেষ মেডিকেল টিম তৈরি করা হয়েছে। তার শারীরিক অবস্থার উপর নজর রাখছেন তার জন্য তৈরি মেডিকেল টিমের চিকিৎসকেরা।