তামিলনাড়ুর মাদুরাই জেলায় ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ড।লখনউ থেকে রামেশ্বরমগামী একটি ট্রেনের ট্যুরিস্ট কোচে আগুন লেগে কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। জখম বহু। ওই কামরা ছাড়া বাকি কোনও কামরায় সে ভাবে কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলে রেল সূত্রে খবর। মৃতদের পরিবারকে ১০ লক্ষ করে অনুদান দেওয়ার কথাও ঘোষণা করা হয়েছে রেলের পক্ষ থেকে। আহতরা মাদুরাইয়ের সরকারি রাজাজি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রেলের আধিকারিকরা জানিয়েছেন, মাদুরাই ইয়ার্ড জংশনে ট্রেনটি থামার সময় ভোর ৫টা ১৫ মিনিট নাগাদ আগুন লাগার ঘটনাটি ঘটে। ট্রেনটিতে প্রচুর পুন্যার্থী ছিলেন। রেলের তরফে জানানো হয়েছে, কিছু যাত্রী অবৈধভাবে গ্যাস সিলিন্ডার নিয়ে কোচে ওঠেন। কীভাবে এই অগ্নিকাণ্ড ঘটল, খতিয়ে দেখছেন রেলের আধিকারিকরা।
প্রাণহানির ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যাত্রী সুরক্ষায় রেলকে আরও বেশি সতর্ক হওয়ারও আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী। টুইটারের মাধ্যমে শনিবার সকালে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, “রেলে আরও একটি বিধ্বংসী ঘটনা, এবার মাদুরাই (তামিলনাড়ু)-এ একটি ট্রেনে অগ্নিকাণ্ডে কমপক্ষে ৯ জনের মর্মান্তিক মৃত্যু ও ২০ জন গুরুতর জখম হয়েছেন! আমি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং আহতদের সুস্থতার জন্য প্রার্থনা করছি, আশা করছি তদন্ত শীঘ্রই দায়িত্ব ঠিক করবে।” এরপরই যাত্রী সুরক্ষায় রেলকে আরও বেশি সতর্ক হওয়ারও আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।