ব্রেকিং নিউজ রাজ্য

এবার পথে মাদ্রাসার চাকরি প্রার্থীরা

টেট, এসএসসির পর এ বার মাদ্রাসা সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগেও দুর্নীতির অভিযোগ উত্তাল বাংলা। মাদ্রাসা সার্ভিস কমিশনে উত্তরপত্র কেলেঙ্কারির অভিযোগ উঠে হাইকোর্টে। মামলা দায়ের করে চাকরিপ্রার্থীর। তাঁদের দাবি জমা দেওয়া ওএমআর শিটে তৃতীয় ব্যক্তি কলম চালিয়েছে। ফলে বদলে গিয়েছে উত্তর। এই অভিযোগ তুলে সেই ওএমআর শিট বাতিলের দাবিতে আদালতে শুরু হয়। আবেদনের গুরুত্ব বিচার করে সেই ওএমআর শিট ফরেন্সিক পরীক্ষার জন্য সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবে পাঠান বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পাশাপাশি CFSL-কে এই মামলায় যুক্ত করতেও নির্দেশ দেন বিচারপতি।

এক পরীক্ষার্থী কলকাতা হাইকোর্টে আবেদনে বলেন, উত্তরপত্রের “A”, “B”, “C” বিকল্পগুলোর মধ্যে A এবং B সঠিক উত্তর এর জন্য। কিন্তু তাঁর উত্তরপত্রে C বিকল্প মার্কিং করা। আদৌ তিনি সেই উত্তর দেননি। পরে মেধাতালিকায় তাঁর নাম না থাকায় সন্দেহ হওয়ায় তিনি তথ্য জানার অধিকার আইনে আবেদন করেন। সেই চাকরিপ্রার্থী জানতে পারেন তিনি নাকি C বিকল্প বেছেছিলেন। অভিযোগ তিনি উত্তীর্ণ হলেও আদতে তাঁকে চাকরি না দেওয়ার জন্য এই বেনিয়ম করেছে পর্ষদ।

এরই মধ্যে মাদ্রাসা কমিশনে কর্মশিক্ষা ও শরীর শিক্ষার শিক্ষক পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করে রাজ্য। এই পদে নিয়োগের জন্য পরীক্ষা হয়েছিল ২০২২ সালের জানুয়ারিতে। ফল বের হয় অগস্টে। এর পরে নিয়োগ প্রক্রিয়া শুরু হওয়ার পরেই নানা অভিযোগ উঠতে শুরু করে। চাকরি প্রার্থীদের অভিযোগ, নিয়োগ প্রক্রিয়ায় অসঙ্গতি রয়েছে।