বুধবার প্রকাশিত হচ্ছে এই বছরের মাধ্যমিক পরীক্ষার ফলাফল। উচ্চ–মাধ্যমিকের ফল বের হবে শুক্রবার ১৭ জুলাই। মঙ্গলবার মুখ্যমন্ত্রী জানান, মাধ্যমিক পরীক্ষার সব বিষয়ে পরীক্ষা হয়েছে। তাই মেধা তালিকা প্রকাশিত হবে। উচ্চ–মাধ্যমিক পরীক্ষার কয়েকটি বিষয়ে পরীক্ষা হয়নি। তাই সিবিএসসি ও অন্যান্য বোর্ডের মতো মেধা তালিকা প্রকাশিত হবে না উচ্চমাধ্যমিকে।
মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় জানান, বুধবার সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে ফলপ্রকাশ করা হবে। সকাল সাড়ে ১০টা থেকে তা পাওয়া যাবে পর্ষদের ওয়েবসাইট থেকে। পর্ষদ সূত্রে খবর, যেসব স্কুলে কোয়ারেন্টাইন সেন্টার খোলা হয়েছে সেইসব স্কুলের পরীক্ষার্থীদের মার্কশিট দেওয়া হবে বিকল্প জায়গা থেকে। মঙ্গলবার নবান্নে সাংবাদিক বৈঠক করছিলেন স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। তার মধ্যেই ফোন আসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আলাপনবাবু লাউডস্পিকারে ফোন ধরে সাংবাদিকদের মমতার কথা শোনান। মুখ্যমন্ত্রী বলেন, কীভাবে, কোন ওয়েবসাইটে ফলাফল দেখা যাবে তা শিক্ষা দপ্তর জানাবে। তিনি আগাম অভিনন্দন জানিয়েছেন ছাত্রছাত্রীদের।
রেজাল্টের দিন উচ্চ–মাধ্যমিকের মার্কশিট দেওয়া হবে না। কয়েকটি জায়গায় কনটেনমেন্ট জোন হওয়াতে এই সিদ্ধান্ত। ৩১ জুলাই তা দেওয়ার চিন্তাভাবনা করা হচ্ছে। আগে উচ্চ–মাধ্যমিক শিক্ষা সংসদ বলেছিল রেজাল্টের দিন মার্কশিট দেওয়া হবে। পরিবর্তে অনলাইন ফলপ্রকাশের পর সুযোগ বুঝে অভিভাবকদের আসতে হবে স্কুলে। স্কুলই সেই সময়ও নির্দিষ্ট করে দেবে। অ্যাডমিট কার্ড ও রেজিস্ট্রেশন সার্টিফিকেট নিয়ে অভিভাবকরা গেলেই মিলবে মার্কশিট। করোনা সংক্রমণের কথা ভেবে পরীক্ষার্থীদের আর স্কুলে টেনে আনতে নারাজ পর্যদ। অভিভাবকরা আসলে তাঁরা অনেকটাই সতর্ক থাকতে পারবেন।