ব্রেকিং নিউজ রাজ্য

আজ থেকে শুরু মাধ্যমিক

আজ থেকে শুরু হচ্ছে এ বছরের মাধ‍্যমিক পরীক্ষা। পরীক্ষা শেষ হবে ৪ মার্চ। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ‍্যায়, সাংবাদিক বৈঠকে জানান, এ বছর মোট পরীক্ষার্থীর সংখ‍্যা প্রায় সাত লক্ষ। বুধবারের বৈঠকে ছাত্র-ছাত্রী এবং অভিভাবকদের উদ্দেশ্য করে বলেন, পরীক্ষায় কোনওরকম ঝামেলা যেন না হয় তার জন‍্য সব ধরনের সতর্কতা অবলম্বন করা হয়েছে। প্রত্যেকটি পরীক্ষাকেন্দ্র খুঁটিয়ে দেখা হয়েছে। পরীক্ষা সুসম্পন্ন করার জন্য ৩৫ হাজার পরিদর্শক এবং পরীক্ষার ফল যাতে তাড়াতাড়ি বের করা যায় তার জন্য ৪০ হাজার ৫০০ পরীক্ষক নিয়োগ করা হয়েছে। চলতি বছরে ৯৮৭ জন বিশেষভাবে সক্ষম পরীক্ষায় বসছে। তাদের জন্য সবরকম ব্যবস্থা করা হয়েছে। তিনি আরও জানান যে মে মাসের শেষ সপ্তাহে প্রকাশ হবে মাধ‍্যমিক ২০২৩ পরীক্ষার ফলাফল।

পরীক্ষা পৌনে বারোটায় পরীক্ষা শুরু হয়ে শেষ হবে বেলা ৩টেয়। ১৫ মিনিট প্রশ্নপত্র দেখার জন্য বরাদ্দ করা হয়েছে। এবছর মাধ্যমিক পরীক্ষার প্রতিটি কেন্দ্রে নজিরবিহীন সুরক্ষার বন্দেবাস্ত করা হয়েছে। প্রশ্নপত্র ফাঁস রুখেতে চূড়ান্ত উদ্যোগ নিয়েছে পর্ষদ-প্রশাসন। প্রতিটি পরীক্ষাকেন্দ্র সিসিটিভির নজরদারিতে রাখা হয়েছে। প্রতিটি পরীক্ষাকেন্দ্রের বাইরে পুলিশ মোতায়েন থাকছে। এমনকী প্রাথমিক স্কুলের শিক্ষকদেরও বেশ কয়েকটি জেলায় পরীক্ষার হলে গার্ডের ভূমিকায় থাকবেন বলে জানা গিয়েছে।